Ajker Patrika

টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে দক্ষ ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মে ২০২২, ১৫: ৫১
টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে দক্ষ ছিনতাইকারী

তারা ব্যবহার করে দামি মোটরসাইকেল, বেশভূষায় আভিজাত্য, সমাজে সবার কাছে ইঞ্জিনিয়ারসহ নানা পেশায় পরিচিত। কিন্তু এসবের আড়ালে তাঁরা বাস্তবে দুর্ধর্ষ এক পেশাদার ছিনতাইকারী চক্র। দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশায় থাকা যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ও টাকার ব্যাগ ছিনতাই করে আসছিল। অবশেষে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছেন চক্রের চার সদস্য। 

গতকাল রোববার রাজধানীর মগবাজার ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এই ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

গোয়েন্দা পুলিশ বলছে, চক্রের মূল টার্গেট রিকশা আরোহীরা। সুযোগ বুঝে আরোহীর ব্যাগ ছোঁ মেরে পালিয়ে যান চক্রের সদস্যরা। এভাবেই মোটরসাইকেলে চড়ে চক্রের চার সদস্য ছিনতাই করে আসছিলেন। তাঁদের সঙ্গে কোনো অস্ত্র না থাকায় বিভিন্ন চেকপোস্টে পুলিশ ধরলেও তাঁরা সহজে পার পেয়ে যেতেন। 

মোটরসাইকেলে থাকা দুই আরোহীর রয়েছে একাধিক পরিচয়। যিনি মোটরসাইকেল চালান, তাঁকে বলা হয় পাইলট, কারণ তিনি পথঘাট ভালো চেনেন, মোটরসাইকেল চালাতে দক্ষ। আর আরোহী হয়ে যিনি ব্যাগ টান দেওয়ার কাজটি করে থাকেন, তাঁকে বলা হয় ঈগল। 

গ্রেপ্তারকৃতরা হলেন একসময়ের পিকআপ চালক লেলিন শেখ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, পিকআপ চালক জিল্লুর রহমান খান ও সাইফুল ইসলাম শাওন। 

গ্রেপ্তারকৃত আসামীরা।

এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, যার একটিতে নম্বরপ্লেট ছিল না, ছিনতাইকৃত ৩৪ লাখ টাকা, ৪ হাজার পিস ইয়াবা, মোবাইল ফোন ও ছিনতাইয়ের সময়ে তাদের পরনে থাকা পোশাক জব্দ করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। 

হাফিজ আক্তার বলেন, ২০২১ সালের ১৪ ডিসেম্বর মিরপুর এলাকায় রিকশায় করে বোনের কারখানার মেশিন বিক্রির ১১ লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন এক সরকারি কর্মকর্তা। মিরপুর বাংলা স্কুলের কাছাকাছি এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলযোগে আসা ছিনতাইকারীরা তাঁর টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ঘটনার তদন্তে ডিবি জানতে পারে এ ছিনতাইয়ে লেলিন শেখ ও আশরাফুল ইসলাম জড়িত ছিলেন।

এ ছাড়া, ১৪ মার্চ মিরপুর ১১ নম্বর সাউথইস্ট ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে রিকশায় করে মিরপুর ১০ নম্বরের দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি। মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে থেকে একইভাবে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পেছন থেকে এসে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই ছিনতাইয়ে জিল্লুর রহমান ও সাইফুল ইসলাম শাওনকে শনাক্ত করা হয়। 

পৃথক দুটি ঘটনায় পল্লবী থানায় করা মামলার পরিপ্রেক্ষিতে রোববার পৃথক দুটি অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুটি ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে দুটি ছিনতাইয়ে লুট ১৫ লাখ টাকাসহ ৩৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তারা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় শতাধিক ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি। 

দুটি মোটরসাইকেল, ছিনতাইকৃত ৩৪ লাখ টাকা, ৪ হাজার পিস ইয়াবা, মোবাইল ফোন ও ছিনতাইয়ের সময়ে তাদের পরনে থাকা পোশাক জব্দ করা হয়েছে

ডিবির এই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার আশরাফুল ইসলাম ওরফে ইঞ্জিনিয়ার আশরাফ পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে একটি টেক্সটাইল কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানির মিনি ট্রাক চালক লেলিন শেখের সঙ্গে পরিচয় সূত্রে তিনি ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। আশরাফের ছিনতাইগুরু লেলিন শেখ।’ 

এই ছিনতাইকারীরা দামি মোটরসাইকেলে করে টার্গেট নির্ধারণ করে ঢাকায় ঘুরে বেড়ান। তাঁরা সঙ্গে কোনো অস্ত্র রাখেন না। তাই চেকপোস্টে তাঁদের পুলিশ আটকালে ছিনতাইয়ের ব্যাগ নিজের বলে পার পেয়ে যান। মূলত দিনের বেলা ব্যাংককেন্দ্রিক টাকা নিয়ে যারা স্বাভাবিকভাবে চলাচল করতেন, তাঁদেরই টার্গেট করা হতো। কোন কোন এলাকায় সিসিটিভি নেই এবং ফাঁকা রাস্তা পেলেই টার্গেট ব্যক্তির কাছ থেকে ব্যাগ বা দামি কিছু ছোঁ মেরে পালিয়ে যেতেন তাঁরা। 

গ্রেপ্তারদের মধ্যে আশরাফ ও জিল্লুর পাইলট এবং লেলিন ও শাওন ঈগল উল্লেখ করে হাফিজ আক্তার বলেন, ‘আশরাফ পেশায় একজন ইঞ্জিনিয়ার। বাকি তিনজনই বিভিন্ন সময় পিকআপ চালক হিসেবে কাজ করেছেন। মাদক সেবন ও ফুর্তি করতে বেশি টাকার আশায় সুযোগ পেলেই তাঁরা নিয়মিত ছিনতাই করতেন। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া বাকি ১৯ লাখ টাকার বিষয়ে পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।’ 

ডিবি প্রধান হাফিজ আক্তার বলেন, আজ থেকে ঢাকার মানুষ কমে গেছে, প্রায় নীরব হয়ে গেছে ঢাকা শহর। ইতিমধ্যে ট্রাফিক বিভাগ চেকপোস্ট স্থাপন ও ব্যারিকেড দেওয়ার কাজ করছে। যাতে ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে বেপরোয়া যানবাহন চালিয়ে দুর্ঘটনা ঘটাতে না পারে। 

আজ থেকে ঈদের কেনাকাটা প্রায় শেষ। মার্কেট ও বাসাগুলো ফাঁকা হয়ে গেছে। চুরি-ডাকাতি প্রতিরোধে প্রতিটি থানা এলাকায় টহল টিম বৃদ্ধি করা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, আশা করি সামনের দিনগুলোতে তেমন কোনো ঘটনা ঘটবে না। 

হাফিজ আক্তার আরও বলেন, ‘বাসার মালিকও চুরি-ডাকাতি প্রতিরোধে নিজস্ব ব্যবস্থাপনা রাখবেন। আমরা আমাদের কাজ করছি। এসব চুরি-ডাকাতি ঠেকাতে প্রাথমিক দায়িত্ব আপনার, পরের কাজটা আমাদের। আমরা ব্যাপকভাবে কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত