Ajker Patrika

ডিজিটাল নিরাপত্তা খাতে বিশ্বব্যাপী কাজের সুযোগ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজিটাল নিরাপত্তা খাতে বিশ্বব্যাপী কাজের সুযোগ বাড়ছে

প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং বিভিন্ন খাতে ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়ছে। কারও অগোচরেই তাঁর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থাও ঝুঁকির মধ্যে পড়ছে। এমন অবস্থায় বিভিন্ন দেশ ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে লোকবল বৃদ্ধি করছে। ফলে ডিজিটাল নিরাপত্তা খাতে বিশ্বব্যাপী কাজের সুযোগ বাড়ছে। 

আজ মঙ্গলবার সাইবার ঝুঁকি ও সুরক্ষা বিষয়ে নারী গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক কর্মশালায় এ সব কথা বলেন বক্তারা। সিটিও (চিফ টেকনোলজি অফিসার) ফোরাম বাংলাদেশের উদ্যোগে রাজধানীর সফটওয়্যার পার্কে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার বলেন, সাইবার সিকিউরিটি আইনে আজকাল অনেক মামলা হচ্ছে। কিন্তু কত মামলা যে হয় না তার কোনো হিসেব নেই। আমাদের অগোচরেই আমাদের অনেক ছবি ব্যবহার করে অপরাধ সংঘটিত হচ্ছে। বিভিন্ন ধরনের সাইবার অপরাধ বাড়ছে। উন্নত দেশগুলোতে সাইবার নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। এ জন্য বর্তমানে বিশ্ববাজারে সাইবার সিকিউরিটি একটি ক্ষেত্র, যেখানে বিশাল কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। 

দুই পর্বের কর্মশালায় প্রথম পর্বে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। প্রথম পর্বে নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক নারী সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য ও সুরক্ষায় কী কী বিষয়ে নজর দেওয়া উচিত সে বিষয়ে আলোকপাত করেন। এ সময় তিনি নারী গণমাধ্যম কর্মীরা যেন কোনো কাজে বাইরে গেলে তার ফোন নম্বর সচল রাখে এবং পরিবারের কোনো সদস্যকে সর্বক্ষণ তার অবস্থান জানিয়ে রাখে সেই পরামর্শ দেন। 

দ্বিতীয় পর্বে ডিজিটাল নিরাপত্তা আইন এবং ইনফরমেশন সিকিউরিটি নিয়ে প্রশিক্ষণ দেন সিটিও ফোরাম মহাসচিব আরফে এলাহী মানিক। এ সময় তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের অনলাইনে প্রাপ্ত তথ্য যাচাই, ম্যালওয়্যার চেনা ও তা থেকে সুরক্ষায় মোবাইল এবং কম্পিউটারে ফায়ারওয়ালের ব্যবহার এবং সামাজিক মাধ্যম ব্যক্তিগত তথ্য গোপন রাখার কৌশল তুলে ধরেন। 

কর্মশালা সঞ্চালনা করেন নারী সাংবাদিক কেন্দ্রের তথ্য প্রযুক্তি সম্পাদক নাজনীন নাহার। আয়োজকেরা জানান, প্রযুক্তির অপব্যবহার রোধ থেকে সচেতনতা তৈরি এবং ডিজিটাল সুরক্ষা সক্ষমতা গড়ে তুলতে কাজ করছে সিটিও ফোরাম। সেই লক্ষ্যে অনলাইনে সবচেয়ে ঝুঁকিতে থাকা নারী সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হলো। এই কর্মসূচি অব্যাহত থাকবে। ভবিষ্যতে অন্য কোনো সংগঠনের সদস্যদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত