Ajker Patrika

তেল কিনে প্রতারিত, পাম্পে যুবকের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৬: ১৩
তেল কিনে প্রতারিত, পাম্পে যুবকের অবস্থান

রাজধানীর কল্যাণপুরে সোহরাব সার্ভিস স্টেশন থেকে ৫০০ টাকার তেল কিনলেও গ্রাহককে দেওয়া হয় ৩২০ টাকার তেল। টাকা নিয়ে কম তেল দেওয়ার প্রতিবাদে স্টেশনে অবস্থান নিয়েছেন এক যুবক। ওই যুবকের নাম শেখ ইশতিয়াক আহমেদ (২৮)। তিনি মোহাম্মদপুরের বাসিন্দা।

ইশতিয়াক আহমেদ আজকের পত্রিকা’কে বলেন, ‘আজ সকাল ১০টার দিকে আমার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়ে দেখি তেল নেই। পরে অকটেন নেওয়ার জন্য সোহরাব সার্ভিস স্টেশনে গিয়ে আমি ৫০০ টাকার অকটেন দিতে বলি। পরে কাউন্টারে গিয়ে টাকা দিলে তারা আমাকে ৫০০ টাকার ভাউচার দিয়ে বাকি টাকা ফেরত দেয়। ৫০০ টাকার অকটেনে আমার গাড়ির ট্যাঙ্কি অনেকটা ভরে যায়। কিন্তু আমি যখন গাড়ি স্ট্যার্ট দিলাম তখন দেখি তেলের সিগন্যাল বাতিতে দেখি মাত্র দুটি বাতি জ্বলছে। পরে কাউন্টারে গিয়ে কথা বললে প্রথমে অস্বীকার করলেও পরে তারা আমাকে ফ্রিতে পুরো ট্যাঙ্কি ভরে দেওয়ার প্রলোভন দেখায়। কিন্তু তাতে রাজি হইনি। এখন ভোক্তা অধিকারে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থানের বিষয়ে জানতে চাইলে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ইশতিয়াক বলেন, ‘আমরা যারা রাস্তায় বাইক চালাই তারা বিভিন্ন পেট্রল পাম্প থেকে প্রতারিত হই। আমি চাই, টাকা দিয়েও সঠিক পরিমাণে তেল না দিয়ে ঠকানোর প্রতিবাদ করতে।’

 তেল কম দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহরাব সার্ভিস স্টেশনের কেউ কথা বলতে রাজি হননি। তাঁদের দেওয়া টেলিফোন নম্বরে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। 

এ ব্যাপারে জানতে চাইলে দারুস্সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘বিষয়টা আমি শুনেছি। ৩০০ টাকার তেল দিয়ে ৫০০ টাকা নেওয়ায় একজন প্রতিবাদ করেছেন। আমরা লোক পাঠিয়ে কাউকে পাইনি। পরে শুনেছি তিনি ভোক্তা অধিকারে অভিযোগ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত