নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা মামলায় চিকিৎসক মাকসুদা ফরিদা আক্তার মিলিকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাঁকে জামিন দেন।
আজ সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন মিলি। একই সঙ্গে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ জুলাই মিলি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ আগাম জামিন মঞ্জুর না করে মিলিকে সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী মিলি আত্মসমর্পণ করেন এবং জামিন চান।
এর আগে গতকাল মঙ্গলবার চিকিৎসক শাহজাদী ও চিকিৎসক মুনাকে জামিন দেন সিএমএম আদালত। এ দুই চিকিৎসক মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর এক মাসের বেশি সময় ধরে কারাগারে থাকতে হয়েছে ওই দুই চিকিৎসককে।
গত ১৪ জুন সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামের এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েন বলে অভিযোগ করেন তাঁর স্বামী ইয়াকুব আলী। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা যায় তাঁদের নবজাতক সন্তান। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন দুপুরে মারা যান আঁখি।
এ ঘটনায় ১৪ জুন ধানমন্ডি থানায় মোট ছয়জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী। এরপরই চিকিৎসক শাহজাদী ও চিকিৎসক মুনাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানার পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন চিকিৎসক মিলি, সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার পারভেজ, জমির ও এহসান।
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা মামলায় চিকিৎসক মাকসুদা ফরিদা আক্তার মিলিকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাঁকে জামিন দেন।
আজ সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন মিলি। একই সঙ্গে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ জুলাই মিলি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ আগাম জামিন মঞ্জুর না করে মিলিকে সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী মিলি আত্মসমর্পণ করেন এবং জামিন চান।
এর আগে গতকাল মঙ্গলবার চিকিৎসক শাহজাদী ও চিকিৎসক মুনাকে জামিন দেন সিএমএম আদালত। এ দুই চিকিৎসক মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর এক মাসের বেশি সময় ধরে কারাগারে থাকতে হয়েছে ওই দুই চিকিৎসককে।
গত ১৪ জুন সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামের এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েন বলে অভিযোগ করেন তাঁর স্বামী ইয়াকুব আলী। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা যায় তাঁদের নবজাতক সন্তান। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন দুপুরে মারা যান আঁখি।
এ ঘটনায় ১৪ জুন ধানমন্ডি থানায় মোট ছয়জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী। এরপরই চিকিৎসক শাহজাদী ও চিকিৎসক মুনাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানার পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন চিকিৎসক মিলি, সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার পারভেজ, জমির ও এহসান।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪