Ajker Patrika

হাইকোর্টে নামঞ্জুর, সিএমএম আদালতে জামিন পেলেন চিকিৎসক মিলি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫: ০৫
Thumbnail image

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা মামলায় চিকিৎসক মাকসুদা ফরিদা আক্তার মিলিকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাঁকে জামিন দেন।

আজ সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন মিলি। একই সঙ্গে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ জুলাই মিলি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ আগাম জামিন মঞ্জুর না করে মিলিকে সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী মিলি আত্মসমর্পণ করেন এবং জামিন চান।

এর আগে গতকাল মঙ্গলবার চিকিৎসক শাহজাদী ও চিকিৎসক মুনাকে জামিন দেন সিএমএম আদালত। এ দুই চিকিৎসক মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর এক মাসের বেশি সময় ধরে কারাগারে থাকতে হয়েছে ওই দুই চিকিৎসককে। 

গত ১৪ জুন সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামের এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েন বলে অভিযোগ করেন তাঁর স্বামী ইয়াকুব আলী। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা যায় তাঁদের নবজাতক সন্তান। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন দুপুরে মারা যান আঁখি। 

এ ঘটনায় ১৪ জুন ধানমন্ডি থানায় মোট ছয়জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী। এরপরই চিকিৎসক শাহজাদী ও চিকিৎসক মুনাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানার পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন চিকিৎসক মিলি, সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার পারভেজ, জমির ও এহসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত