Ajker Patrika

স্কুল আঙিনায় ট্রাক চাপায় শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ২২: ৫৩
স্কুল আঙিনায় ট্রাক চাপায় শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলের আঙিনায় ট্রাক চাপায় শিক্ষিকা ও শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা হয়েছে। 

আজ মঙ্গলবার নিহত শিক্ষিকা ফাতেমা নাসরিনের স্বামী আওলাদ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আসামি হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান শহিদুর রহমান, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইর কর্মকর্তা মফিজুল ইসলাম ও ট্রাকচালক জুয়েলসহ অজ্ঞাত আরও চার/পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। স্কুলের মূল ফটকে তালা ঝুলছে। 

এদিকে, দুর্ঘটনা তদন্তে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকারকে প্রধান করে চার সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন—মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান এবং জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান। 

আগামী বৃহস্পতিবার তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে পরিদর্শনে যাবেন বলে তদন্ত কমিটি প্রধান আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলার বিষয়ে নিহতের স্বামী আওলাদ হোসেন অভিযোগ করেন, সড়ক উন্নয়নকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্কুলের আঙিনায় ট্রাক পার্কিংয়ের জন্য বাড়তি অর্থের লোভে ভাড়া দেন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান। এ ছাড়া, ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও অনভিজ্ঞ চালক দিয়ে গাড়ি চালানোর কারণেই এ ঘটনা ঘটেছে। 

নিহত শিক্ষার্থী জারিন তাসনিমের বাবা সোনালী ব্যাংক ব্যবস্থাপক শহিদুল ইসলাম। পরিবারের সবাই একমাত্র মেয়েকে হারিয়ে শোকে নির্বাক হয়ে গেছেন। মামলা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি শহিদুল ইসলাম। একটু স্বাভাবিক হলে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ওসি মো. শাহিন বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আসামিদের আটকে আমরা তৎপর রয়েছি।’ 

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘ঘটনাটি খুবই পীড়াদায়ক। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।’ 

ঘটনার পর স্কুল বন্ধের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘দুর্ঘটনার পর থেকে অন্য শিক্ষার্থীরা আতঙ্কে থাকায় তাঁরা আপাতত স্কুলে আসছে না। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, গত সোমবার সকালে শিবালয়ে টেপড়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের আঙিনায় ট্রাক চাপায় শিক্ষক ও এক শিক্ষার্থী নিহত হয়। ঘটনায় গুরুতর আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই স্কুলশিক্ষকেরা গা-ঢাকা দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত