ঢাবি প্রতিনিধি
বিভিন্ন অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সিন্ডিকেট। এর মধ্যে চারজনকে স্থায়ী বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
সভা সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গত বছরের ৩১ অক্টোবর রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্তা, অসদাচরণ ও বিভিন্ন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে তিনজন শিক্ষার্থীকে স্থায়ীভাবে এবং ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে অধ্যাপক মাকসুদ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত সুপারিশ হিসেবে গ্রহণ করে ১১৩ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। ১১৪ জনকে শাস্তির জন্য সুপারিশ করেছিল ডিসিপ্লিনারি বোর্ড, এর মধ্যে ১১৩ জনকে শাস্তির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়। একজনের বিষয়ে রিভিউ হবে, পরবর্তী মিটিংয়ে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ সিন্ডিকেটের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সিন্ডিকেট। এর মধ্যে চারজনকে স্থায়ী বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
সভা সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গত বছরের ৩১ অক্টোবর রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্তা, অসদাচরণ ও বিভিন্ন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে তিনজন শিক্ষার্থীকে স্থায়ীভাবে এবং ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে অধ্যাপক মাকসুদ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত সুপারিশ হিসেবে গ্রহণ করে ১১৩ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। ১১৪ জনকে শাস্তির জন্য সুপারিশ করেছিল ডিসিপ্লিনারি বোর্ড, এর মধ্যে ১১৩ জনকে শাস্তির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়। একজনের বিষয়ে রিভিউ হবে, পরবর্তী মিটিংয়ে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ সিন্ডিকেটের সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪