প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): মাদারীপুরের শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল অ্যাকাউন্টে আসা উপবৃত্তির টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ বিষয়ে শিবচর থানায় লিখিত অভিযোগ করেছে ওই শিক্ষার্থী।
জানা গেছে, সম্প্রতি শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুসলিমা আক্তারের বিকাশ অ্যাকাউন্টে উপবৃত্তির দুই কিস্তির ৫ হাজার ৮০০ টাকা আসে। গত শুক্রবার সকালে তার মোবাইল নম্বরে একটি রবি নম্বর থেকে ফোন দিয়ে আরও উপবৃত্তির টাকা আসবে বলে ফোনে পাঠানো ওটিপি এবং পিন নম্বর কৌশলে জেনে নিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ওই শিক্ষার্থীর অ্যাকাউন্টে থাকা ৫ হাজার ৮২০ টাকা ওই ব্যক্তির অ্যাকাউন্টে চলে যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থী তার কলেজের শিক্ষকের কাছে বিস্তারিত জানায় এবং ওই দিন বিকেলে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করে।
সরকারি বরহামগঞ্জ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মিরাজুল ইসলাম বলেন, ‘উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের মোবাইল অ্যাকাউন্টে আসার পরই গত শুক্রবার সকালে চারজনের মোবাইল থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনা জানার পর আমরা শিক্ষার্থীদের সতর্ক করে দিয়েছি, যাতে করে তারা অ্যাকাউন্টের কোনো তথ্য কাউকে না জানায়।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মোবাইলে ফোন দিয়ে কখনো শিক্ষা বোর্ড থেকে আবার কখনো কলেজেরই কোনো শিক্ষকের নামে নিজেদের পরিচয় দিয়ে আরও টাকা পাওয়ার কথা বলে ওই প্রতারক চক্র কৌশলে পিন নম্বর হাতিয়ে নেয়।’
প্রতারণার শিকার শিক্ষার্থী মুসলিমা জানান, গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপবৃত্তির হেড অফিসের পরিচয় দিয়ে তার মোবাইলে ফোন আসে এবং আরও টাকা পাওয়া যাবে বলে জানায়। ওই সময় তার মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজে আসা একটি নম্বর অজ্ঞাত ওই ব্যক্তি জানতে চায়। এরপর পিন নম্বর জানতে চাইলে সরল বিশ্বাসে তাকে বলে দেয় সে। সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট থেকে টাকা অন্যত্র চলে যায়। এরপর ফোন আসা ওই নম্বরটি (০১৮১৩৯১১৮৬১) বন্ধ পায় এবং বুঝতে পারে প্রতারণার শিকার হয়েছে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ‘আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। একটি প্রতারক চক্র কৌশলে মোবাইল অ্যাকাউন্টে আসা উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
শিবচর (মাদারীপুর): মাদারীপুরের শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল অ্যাকাউন্টে আসা উপবৃত্তির টাকা কৌশলে হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ বিষয়ে শিবচর থানায় লিখিত অভিযোগ করেছে ওই শিক্ষার্থী।
জানা গেছে, সম্প্রতি শিবচরের সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুসলিমা আক্তারের বিকাশ অ্যাকাউন্টে উপবৃত্তির দুই কিস্তির ৫ হাজার ৮০০ টাকা আসে। গত শুক্রবার সকালে তার মোবাইল নম্বরে একটি রবি নম্বর থেকে ফোন দিয়ে আরও উপবৃত্তির টাকা আসবে বলে ফোনে পাঠানো ওটিপি এবং পিন নম্বর কৌশলে জেনে নিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ওই শিক্ষার্থীর অ্যাকাউন্টে থাকা ৫ হাজার ৮২০ টাকা ওই ব্যক্তির অ্যাকাউন্টে চলে যায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থী তার কলেজের শিক্ষকের কাছে বিস্তারিত জানায় এবং ওই দিন বিকেলে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করে।
সরকারি বরহামগঞ্জ কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মিরাজুল ইসলাম বলেন, ‘উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের মোবাইল অ্যাকাউন্টে আসার পরই গত শুক্রবার সকালে চারজনের মোবাইল থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনা জানার পর আমরা শিক্ষার্থীদের সতর্ক করে দিয়েছি, যাতে করে তারা অ্যাকাউন্টের কোনো তথ্য কাউকে না জানায়।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মোবাইলে ফোন দিয়ে কখনো শিক্ষা বোর্ড থেকে আবার কখনো কলেজেরই কোনো শিক্ষকের নামে নিজেদের পরিচয় দিয়ে আরও টাকা পাওয়ার কথা বলে ওই প্রতারক চক্র কৌশলে পিন নম্বর হাতিয়ে নেয়।’
প্রতারণার শিকার শিক্ষার্থী মুসলিমা জানান, গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপবৃত্তির হেড অফিসের পরিচয় দিয়ে তার মোবাইলে ফোন আসে এবং আরও টাকা পাওয়া যাবে বলে জানায়। ওই সময় তার মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজে আসা একটি নম্বর অজ্ঞাত ওই ব্যক্তি জানতে চায়। এরপর পিন নম্বর জানতে চাইলে সরল বিশ্বাসে তাকে বলে দেয় সে। সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট থেকে টাকা অন্যত্র চলে যায়। এরপর ফোন আসা ওই নম্বরটি (০১৮১৩৯১১৮৬১) বন্ধ পায় এবং বুঝতে পারে প্রতারণার শিকার হয়েছে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ‘আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। একটি প্রতারক চক্র কৌশলে মোবাইল অ্যাকাউন্টে আসা উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে