কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে চিকিৎসক মির্জা নূর কাউসার (২৮) অপহৃত হননি। জঙ্গি সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে তুলে নিয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকায় ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।
আজ সোমবার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খান। তবে পুলিশ বলছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কোনো সংস্থা জানাইনি।
অধ্যক্ষ নৌশাদ খান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ গতকাল রোববার রাত ১০টার দিকে ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। চিকিৎসক কাউসারের বাবার সঙ্গেও ডিবির পক্ষ থেকে ফোনে কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ডিবি কার্যালয় থেকে চিকিৎসক কাউসারের বাবার সঙ্গে যোগাযোগ করলে কাউসারের বাবা আবদুল হাকিম ও তাঁর মা এবং প্রত্যক্ষদর্শী চিকিৎসক সুমন ঢাকায় যান। এখন তাঁরা ঢাকার ডিবি কার্যালয়ে আছেন।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে চিকিৎসক কাউসারের বাবা এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।’
জানা গেছে, চিকিৎসক মির্জা নূর কাউসার কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজী বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত। তিনি জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে। চিকিৎসক কাউসার শহরের খরমপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় বাবাসহ নিজের স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী শিমুল রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত।
গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে খরমপট্টি এলাকার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় মেডিক্স কোচিং সেন্টার থেকে চিকিৎসক কাউসারকে অজ্ঞাত পরিচয়ের পাঁচজন কালো রঙের গাড়িতে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
কিশোরগঞ্জে চিকিৎসক মির্জা নূর কাউসার (২৮) অপহৃত হননি। জঙ্গি সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে তুলে নিয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকায় ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।
আজ সোমবার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক আ ন ম নৌশাদ খান। তবে পুলিশ বলছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কোনো সংস্থা জানাইনি।
অধ্যক্ষ নৌশাদ খান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ গতকাল রোববার রাত ১০টার দিকে ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। চিকিৎসক কাউসারের বাবার সঙ্গেও ডিবির পক্ষ থেকে ফোনে কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ডিবি কার্যালয় থেকে চিকিৎসক কাউসারের বাবার সঙ্গে যোগাযোগ করলে কাউসারের বাবা আবদুল হাকিম ও তাঁর মা এবং প্রত্যক্ষদর্শী চিকিৎসক সুমন ঢাকায় যান। এখন তাঁরা ঢাকার ডিবি কার্যালয়ে আছেন।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে চিকিৎসক কাউসারের বাবা এ পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।’
জানা গেছে, চিকিৎসক মির্জা নূর কাউসার কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজী বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত। তিনি জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে। চিকিৎসক কাউসার শহরের খরমপট্টি এলাকায় একটি ভাড়া বাসায় বাবাসহ নিজের স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী শিমুল রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত।
গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে খরমপট্টি এলাকার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় মেডিক্স কোচিং সেন্টার থেকে চিকিৎসক কাউসারকে অজ্ঞাত পরিচয়ের পাঁচজন কালো রঙের গাড়িতে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫