সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় প্রাইভেট কার নিয়ে এক ব্যক্তির নগদ অর্থ ও মোটরসাইকেল ছিনতাইয়ের সময় জুবায়ের চৌধুরী (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪-এর টহল দল। এ সময় পালিয়ে যান ছিনতাই চক্রের আরও দু-তিনজন। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
আজ রোববার দুপুরে আশুলিয়া থানায় হস্তান্তরের পর গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুবায়ের চৌধুরী ফরিদপুরের ভদ্রাসন থানার চার ফকিরডাঙ্গী গ্রামের মৃত কাদের চৌধুরীর ছেলে। তিনি ও তাঁর সহযোগীরা প্রাইভেট কার নিয়ে মেজর পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতেন।
ভুক্তভোগী রোকনুল ইসলাম রোকন (২১) গাজীপুরের পশ্চিম টঙ্গী থানার কলেজগেট এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোটরসাইকেলে পারিবারিক কাজে নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে যান। এ সময় একটি কালো রঙের প্রাইভেট কার তাঁর গতিরোধ করে। সেখানে থাকা ব্যক্তিরা সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দেন। এরপর ভুক্তভোগীকে চক্রটি বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে তাঁর মানিব্যাগ থাকা ১০ হাজার টাকাসহ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে জুবায়েরকে আটক এবং প্রাইভেট কারটি জব্দ করেন। পরে র্যাবের টহল টিমের হাতে স্থানীয়রা জুবায়ের চৌধুরীকে সোপর্দ করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার জুবায়ের ও সহযোগীরা একটি ছিনতাইকারী চক্র। তারা সেনাবাহিনীর নাম ভাঙিয়ে ছিনতাই করত। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সাভারের আশুলিয়ায় প্রাইভেট কার নিয়ে এক ব্যক্তির নগদ অর্থ ও মোটরসাইকেল ছিনতাইয়ের সময় জুবায়ের চৌধুরী (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪-এর টহল দল। এ সময় পালিয়ে যান ছিনতাই চক্রের আরও দু-তিনজন। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
আজ রোববার দুপুরে আশুলিয়া থানায় হস্তান্তরের পর গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুবায়ের চৌধুরী ফরিদপুরের ভদ্রাসন থানার চার ফকিরডাঙ্গী গ্রামের মৃত কাদের চৌধুরীর ছেলে। তিনি ও তাঁর সহযোগীরা প্রাইভেট কার নিয়ে মেজর পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতেন।
ভুক্তভোগী রোকনুল ইসলাম রোকন (২১) গাজীপুরের পশ্চিম টঙ্গী থানার কলেজগেট এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোটরসাইকেলে পারিবারিক কাজে নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে যান। এ সময় একটি কালো রঙের প্রাইভেট কার তাঁর গতিরোধ করে। সেখানে থাকা ব্যক্তিরা সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দেন। এরপর ভুক্তভোগীকে চক্রটি বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে তাঁর মানিব্যাগ থাকা ১০ হাজার টাকাসহ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে জুবায়েরকে আটক এবং প্রাইভেট কারটি জব্দ করেন। পরে র্যাবের টহল টিমের হাতে স্থানীয়রা জুবায়ের চৌধুরীকে সোপর্দ করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার জুবায়ের ও সহযোগীরা একটি ছিনতাইকারী চক্র। তারা সেনাবাহিনীর নাম ভাঙিয়ে ছিনতাই করত। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৯ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১০ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৭ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে