নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামে হোটেলে এক তরুণীকে আড়াই মাস আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে হোটেল কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হোটেলটির মালিক, ম্যানেজারসহ আরও তিনজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় হোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হোটেলের কর্মচারী মাহফুজুর রহমান (২৯), আব্দুল আল মামুন (২৪), ইস্কান্দর আলম (২৩), মো. ইসমাইল (৩২), শারমিন আক্তার ওরফে মুন্নি (২০), সুমি আক্তার শারমিন (২৮) ও মনিফা বেগম (৩০)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মঈনুর বলেন, গত বছরের ১২ অক্টোবর থেকে চলতি মাসের ৬ জানুয়ারি পর্যন্ত ওই তরুণীকে হোটেলে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করেন অভিযুক্তরা। থানায় ওই তরুণীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি জানান, ভুক্তভোগী তরুণী লক্ষ্মী পুর সদর জেলার বাসিন্দা। তাঁকে ফুসলিয়ে হোটেলটিতে আনা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট ১০ জনের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা হয়েছে। বর্তমানে পলাতক রয়েছেন এসএ আবাসিক হোটেলের মালিক সিরাজুল ইসলাম (৩৩), হোটেল ব্যবস্থাপক শহিদুল ইসলাম (৩৮) ও মনির হোসেন মুন্না (৩০)।
চট্টগ্রামে হোটেলে এক তরুণীকে আড়াই মাস আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে হোটেল কর্মচারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হোটেলটির মালিক, ম্যানেজারসহ আরও তিনজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় হোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হোটেলের কর্মচারী মাহফুজুর রহমান (২৯), আব্দুল আল মামুন (২৪), ইস্কান্দর আলম (২৩), মো. ইসমাইল (৩২), শারমিন আক্তার ওরফে মুন্নি (২০), সুমি আক্তার শারমিন (২৮) ও মনিফা বেগম (৩০)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মঈনুর বলেন, গত বছরের ১২ অক্টোবর থেকে চলতি মাসের ৬ জানুয়ারি পর্যন্ত ওই তরুণীকে হোটেলে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করেন অভিযুক্তরা। থানায় ওই তরুণীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে। পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি জানান, ভুক্তভোগী তরুণী লক্ষ্মী পুর সদর জেলার বাসিন্দা। তাঁকে ফুসলিয়ে হোটেলটিতে আনা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট ১০ জনের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা হয়েছে। বর্তমানে পলাতক রয়েছেন এসএ আবাসিক হোটেলের মালিক সিরাজুল ইসলাম (৩৩), হোটেল ব্যবস্থাপক শহিদুল ইসলাম (৩৮) ও মনির হোসেন মুন্না (৩০)।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
১ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১০ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
২০ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫