Ajker Patrika

অটোরিকশা থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে তর্কাতর্কি, ছুরিকাঘাতে আহত ১

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১২: ৪৫
অটোরিকশা থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে তর্কাতর্কি, ছুরিকাঘাতে আহত ১

কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অবৈধভাবে অটোরিকশা থেকে টাকা তোলাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে গোলাম আজম নামের এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া যায়। গতকাল শুক্রবার বিকেল ৫টায় নগরীর চকবাজার কাশারিপট্টি মোড়ে ফয়সাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। 

আহত গোলাম আজম সদর উপজেলার গোমতী নদীর তীরসংলগ্ন কালাপীর মাজারের পাশে মো. আসলাম মিয়ার ছেলে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘জিপির টাকা তোলাকে (বাস টার্মিনালে ইজারাদারের লোকেরা যে টাকা তোলেন) কেন্দ্র করে তর্কাতর্কিতে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করা হয়েছেন বলে জেনেছি। এ বিষয়ে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।’

ভুক্তভোগী অটোরিকশাচালক গোলাম আজম বলেন, ‘কান্দিরপাড় থেকে চকবাজারে যাওয়ার পথে রাস্তার ওপর সিএনজি স্ট্যান্ডে শান্ত নামে এক যুবক অটোরিকশা দাঁড় করিয়ে জিপির ১০ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শান্ত অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।’

গোলাম আজম আরও বলেন, ‘পরে শান্তকে বাধা দিলে অপু নামে আরেকজন আমাকে আঘাত করে। তাদের দুজনের আঘাতে আমি মাথায় ও ডান হাতে রক্তাক্তভাবে জখম হই। পরে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

শান্ত ও অপুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর জিয়াউল হক টিপু বলেন, বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও বৈধ ইজারাদার ছাড়া কেউ জিপি তুলতে পারবেন না। কেউ যদি টার্মিনালের বাইরে ইজারা ছাড়া জিপি তোলে তাহলে সেটি অবৈধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত