নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২১ বছরের কারাদণ্ড ও সাড়ে ৩৬ লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর আসামির ১২ বছরের কারাদণ্ড এবং সাড়ে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আসামিরা হলেন, চট্টগ্রাম নগরীর ইস্টার্ণ ব্যাংক, চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবির ও নগরীর চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা ব্যবসায়ী আজম চৌধুরী।
মামলার রায়ে মো. ইফতেখারুল কবিরকে মোট ২১ বছর কারাদণ্ড ও ৩৬ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক। অপর আসামি আজম চৌধুরীকে মোট ১২ বছর কারাদণ্ড ও ৩৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, ইস্টার্ণ ব্যাংক চান্দগাঁও শাখার প্রায়োরিটি গ্রাহক মিজানুর রহমানের ৪০ লাখ টাকার এফডিআর জালিয়াতিসহ ৬৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এতে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে এই ঘটনা ঘটানো হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
আত্মসাতের এই ঘটনায় দুদক, চট্টগ্রামের সহকারী পরিচালক মাহমুদা আকতার বাদী হয়ে ২০১৯ সালের ১৪ অক্টোবর মামলা করেন। ২০২১ সালের ১৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। চলতি বছরের ৩০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
অভিযোগপত্রের ২১ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয় বলে জানান দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ। রায় ঘোষণার সময় ইফতেখারুল কবির আদালতে উপস্থিত থাকলেও আজম চৌধুরী পলাতক।
ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২১ বছরের কারাদণ্ড ও সাড়ে ৩৬ লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর আসামির ১২ বছরের কারাদণ্ড এবং সাড়ে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আসামিরা হলেন, চট্টগ্রাম নগরীর ইস্টার্ণ ব্যাংক, চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবির ও নগরীর চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা ব্যবসায়ী আজম চৌধুরী।
মামলার রায়ে মো. ইফতেখারুল কবিরকে মোট ২১ বছর কারাদণ্ড ও ৩৬ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক। অপর আসামি আজম চৌধুরীকে মোট ১২ বছর কারাদণ্ড ও ৩৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, ইস্টার্ণ ব্যাংক চান্দগাঁও শাখার প্রায়োরিটি গ্রাহক মিজানুর রহমানের ৪০ লাখ টাকার এফডিআর জালিয়াতিসহ ৬৩ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এতে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে এই ঘটনা ঘটানো হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
আত্মসাতের এই ঘটনায় দুদক, চট্টগ্রামের সহকারী পরিচালক মাহমুদা আকতার বাদী হয়ে ২০১৯ সালের ১৪ অক্টোবর মামলা করেন। ২০২১ সালের ১৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। চলতি বছরের ৩০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
অভিযোগপত্রের ২১ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয় বলে জানান দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ। রায় ঘোষণার সময় ইফতেখারুল কবির আদালতে উপস্থিত থাকলেও আজম চৌধুরী পলাতক।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৪ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৫ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৭ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২৩ দিন আগে