বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউপির বাখরনগর গ্রামের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সমর্থক ও রব্বান মিয়া বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
এর মধ্যে সোহেল রানা (৩৮), রফিক (৩৫) আশ্রাফ (২৫), সালমান (৪০), হেলেনা (৪২), ইমরান (১৮), রাসেল (৩৭), সাইফুল ইসলাম (৪৫), নিপু (৪২), সানিকে (১৩) বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রাসেল মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বহুদিন আগে থেকেই তাঁদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে টেঁটা, দা, ছুরি নিয়ে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত থেমে সংঘর্ষ চলে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু জমিজমা নয়, বিগত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জাহাঙ্গীর চেয়ারম্যানের ওপর এ হামলা হয়।
বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মন বলেন, ‘কয়েকজন রোগী গুরুতর আহত। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। আর কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি।’
দরিয়াদৌলত চেয়ারম্যান মাহাবুব রহমান উজ্জ্বলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নুরে আলম বলেন, ‘যারা এই সংঘর্ষের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। আমি ঘটনাস্থলে গিয়ে কিছু টেঁটা উদ্ধার করেছি।’
ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউপির বাখরনগর গ্রামের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সমর্থক ও রব্বান মিয়া বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
এর মধ্যে সোহেল রানা (৩৮), রফিক (৩৫) আশ্রাফ (২৫), সালমান (৪০), হেলেনা (৪২), ইমরান (১৮), রাসেল (৩৭), সাইফুল ইসলাম (৪৫), নিপু (৪২), সানিকে (১৩) বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রাসেল মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বহুদিন আগে থেকেই তাঁদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে টেঁটা, দা, ছুরি নিয়ে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত থেমে সংঘর্ষ চলে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু জমিজমা নয়, বিগত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জাহাঙ্গীর চেয়ারম্যানের ওপর এ হামলা হয়।
বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বর্মন বলেন, ‘কয়েকজন রোগী গুরুতর আহত। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। আর কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি।’
দরিয়াদৌলত চেয়ারম্যান মাহাবুব রহমান উজ্জ্বলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নুরে আলম বলেন, ‘যারা এই সংঘর্ষের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। আমি ঘটনাস্থলে গিয়ে কিছু টেঁটা উদ্ধার করেছি।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫