নিজস্ব প্রতিবেদক
ঢাকা: শেষ মুহূর্তে গিয়ে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হননি বাবুল আক্তার। আজ সোমবার দুপুরে তাকে আদালতে আনা হয়। জবানবন্দি দিতে রাজি না হলে বেলা ২টা ৫১ মিনিটে বিচারকের খাসকামরা থেকে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সংস্থা পিবিআই আসামির ১৬৪ ধারার জবানবন্দি নেওয়ার উদ্দেশ্যে আদলতে আবেদন করে। এরপর তাকে বিচারকের খাসকামরায় নেওয়া হয়। কিন্তু তিনি শেষ পর্যন্ত জবানবন্দি দিতে রাজি হননি। আসামিকে রিমান্ডে নেওয়ার জন্য নতুন করে আবেদনও করা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পিবিআই সূত্রে জানা গেছে, বাবুল আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বেঁকে বসেন। বেলা ১২টার দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের খাস কামরায় নেওয়া হয়। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে সকালে আদালতে আনা হয়।
গত ১২ মে দুপুরে বাবুল আক্তারের শ্বশুর মাহমুদা খাতুন মিতুর বাবা মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেদিন বিকালেই বাবুলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়৷
বাবুল আক্তারের দায়ের করা মামলায় সব অভিযুক্তকে অব্যাহতি দিয়ে একই দিন সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন পিআইবি।
২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদা খানম মিতুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় মিতুর স্বামী বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ঢাকায় পুলিশ সদরদপ্তরে অবস্থান করছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। ঘটনার পরদিন নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন বাবুল আক্তার।
আরও পড়ুন:
ঢাকা: শেষ মুহূর্তে গিয়ে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হননি বাবুল আক্তার। আজ সোমবার দুপুরে তাকে আদালতে আনা হয়। জবানবন্দি দিতে রাজি না হলে বেলা ২টা ৫১ মিনিটে বিচারকের খাসকামরা থেকে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সংস্থা পিবিআই আসামির ১৬৪ ধারার জবানবন্দি নেওয়ার উদ্দেশ্যে আদলতে আবেদন করে। এরপর তাকে বিচারকের খাসকামরায় নেওয়া হয়। কিন্তু তিনি শেষ পর্যন্ত জবানবন্দি দিতে রাজি হননি। আসামিকে রিমান্ডে নেওয়ার জন্য নতুন করে আবেদনও করা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
পিবিআই সূত্রে জানা গেছে, বাবুল আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বেঁকে বসেন। বেলা ১২টার দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের খাস কামরায় নেওয়া হয়। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে সকালে আদালতে আনা হয়।
গত ১২ মে দুপুরে বাবুল আক্তারের শ্বশুর মাহমুদা খাতুন মিতুর বাবা মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেদিন বিকালেই বাবুলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়৷
বাবুল আক্তারের দায়ের করা মামলায় সব অভিযুক্তকে অব্যাহতি দিয়ে একই দিন সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন পিআইবি।
২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদা খানম মিতুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় মিতুর স্বামী বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ঢাকায় পুলিশ সদরদপ্তরে অবস্থান করছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। ঘটনার পরদিন নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন বাবুল আক্তার।
আরও পড়ুন:
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫