Ajker Patrika

শেষ মুহূর্তে গিয়ে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিলেন না বাবুল আক্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ মে ২০২১, ১৫: ৫৮
শেষ মুহূর্তে গিয়ে স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিলেন না বাবুল আক্তার

ঢাকা: শেষ মুহূর্তে গিয়ে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হননি বাবুল আক্তার। আজ সোমবার দুপুরে তাকে আদালতে আনা হয়। জবানবন্দি দিতে রাজি না হলে বেলা ২টা ৫১ মিনিটে বিচারকের খাসকামরা থেকে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সংস্থা পিবিআই আসামির ১৬৪ ধারার জবানবন্দি নেওয়ার উদ্দেশ্যে আদলতে আবেদন করে। এরপর তাকে বিচারকের খাসকামরায় নেওয়া হয়। কিন্তু তিনি শেষ পর্যন্ত জবানবন্দি দিতে রাজি হননি। আসামিকে রিমান্ডে নেওয়ার জন্য নতুন করে আবেদনও করা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পিবিআই সূত্রে জানা গেছে, বাবুল আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বেঁকে বসেন। বেলা ১২টার দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের খাস কামরায় নেওয়া হয়।  এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে সকালে আদালতে আনা হয়।

গত ১২ মে দুপুরে বাবুল আক্তারের শ্বশুর মাহমুদা খাতুন  মিতুর বাবা  মোশারফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেদিন বিকালেই বাবুলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়৷

বাবুল আক্তারের দায়ের করা মামলায় সব অভিযুক্তকে অব্যাহতি দিয়ে একই দিন সিএমএম আদালতে  চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন পিআইবি।

২০১৬ সালের ৫ জুন সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মাহমুদা খানম মিতুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় মিতুর স্বামী বাবুল আক্তার পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ঢাকায় পুলিশ সদরদপ্তরে অবস্থান করছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনারের দায়িত্বে ছিলেন। ঘটনার পরদিন নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে  হত্যা মামলা করেন বাবুল আক্তার।

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত