প্রতিনিধি, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া)
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদা চাইতে গিয়ে আটক হয়েছেন আলী আযম নামে এক ব্যক্তি। তিনি একটি স্থানীয় দৈনিকের সম্পাদক বলে দাবি করেছেন। এ সময় তাঁর এক সহযোগী আশিকুর রহমান রনি পালিয়ে যান। আশিকুর নিজেকে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি বলে দাবি করেছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক আলী আযম ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক বলে দাবি করেন।
শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, সকালে স্কুলে শিক্ষকেরা যার যার ক্লাসে নিয়মিত কাজ করছিলেন। এ সময় আলী আযম ও আশিকুর রহমান রনি এসে নিজেদের সাংবাদিক ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দেন। পরে তাঁরা স্কুলের হাজিরা খাতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপন নথি দেখতে চান। শিক্ষকেরা তা দেখাতে না চাওয়ায় আলী আযম ও আশিকুর রহমান ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের গালাগাল শুরু করেন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করার হুমকি দেন। শিক্ষকেরা তাঁদের অপরাধ কী জানতে চাইলে দুজন বিষয়টি সমাধান করার প্রস্তাব দেন। কীভাবে সমাধান করতে হবে জানতে চাইলে আলী আযম ও আশিকুর রহমান ২০ হাজার টাকা দাবি করেন। কেন টাকা দিতে হবে-শিক্ষকেরা এই কথা বললে দুজনে আবার উত্তেজিত হয়ে গালাগাল দিতে থাকেন। বিষয়টি নজরে পড়লে এলাকাবাসী এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে আশিকুর রহমান পালিয়ে যান। এলাকাবাসী আলী আযমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লাল মিয়া বকসী বাদী হয়ে আলী আযম ও আশিকুর রহমান রনির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় চাঁদাবাজি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছেন।
আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান বলেন, আলী আযমকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদা চাইতে গিয়ে আটক হয়েছেন আলী আযম নামে এক ব্যক্তি। তিনি একটি স্থানীয় দৈনিকের সম্পাদক বলে দাবি করেছেন। এ সময় তাঁর এক সহযোগী আশিকুর রহমান রনি পালিয়ে যান। আশিকুর নিজেকে জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি বলে দাবি করেছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক আলী আযম ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক বলে দাবি করেন।
শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, সকালে স্কুলে শিক্ষকেরা যার যার ক্লাসে নিয়মিত কাজ করছিলেন। এ সময় আলী আযম ও আশিকুর রহমান রনি এসে নিজেদের সাংবাদিক ও আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দেন। পরে তাঁরা স্কুলের হাজিরা খাতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপন নথি দেখতে চান। শিক্ষকেরা তা দেখাতে না চাওয়ায় আলী আযম ও আশিকুর রহমান ক্ষিপ্ত হয়ে শিক্ষকদের গালাগাল শুরু করেন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করার হুমকি দেন। শিক্ষকেরা তাঁদের অপরাধ কী জানতে চাইলে দুজন বিষয়টি সমাধান করার প্রস্তাব দেন। কীভাবে সমাধান করতে হবে জানতে চাইলে আলী আযম ও আশিকুর রহমান ২০ হাজার টাকা দাবি করেন। কেন টাকা দিতে হবে-শিক্ষকেরা এই কথা বললে দুজনে আবার উত্তেজিত হয়ে গালাগাল দিতে থাকেন। বিষয়টি নজরে পড়লে এলাকাবাসী এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে আশিকুর রহমান পালিয়ে যান। এলাকাবাসী আলী আযমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লাল মিয়া বকসী বাদী হয়ে আলী আযম ও আশিকুর রহমান রনির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় চাঁদাবাজি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছেন।
আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান বলেন, আলী আযমকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫