Ajker Patrika

চট্টগ্রাম পূজামণ্ডপে হামলার অভিযোগে নূরের সংগঠনের নেতাসহ ১০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৪: ২৬
চট্টগ্রাম পূজামণ্ডপে হামলার অভিযোগে নূরের সংগঠনের নেতাসহ ১০ জন গ্রেপ্তার

চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে হামলা চেষ্টার ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের তিন নেতা ও ছাত্র অধিকার পরিষদের একজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর নগরী ও নগরীর বাইরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. নাছির (২৫), সদস্যসচিব মিজানুর রহমান (৩৭), বায়েজিদ থানা শাখার আহ্বায়ক মো. রাসেল (২৬) ও ইয়ার মোহাম্মদ (১৮), ছাত্র অধিকার পরিষদের নেতা মো. ইমন (২১), মো. মিজান (১৮), গিয়াস উদ্দিন, ইয়াসিন আরাফাত (১৯), হাবিবুল্লাহ মিজান (২১), ইমরান হোসেন। 

কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে। পূজামণ্ডপে হামলার আগের দিন যুব অধিকার পরিষদ চকবাজারে একটি গোপন বৈঠক করেছিল। এ বৈঠক থেকে হামলার পরিকল্পনা করা হয়েছে। 

ওসি বলেন, যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো. নাছিরকে (২৫) সাতকানিয়া উপজেলার কেরানীহাট থেকে, বাকিদের চকবাজার, ষোলোশহর ও বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিনে জে এম সেন হল পূজামণ্ডপে হামলার চেষ্টায় এ পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। 

পুলিশ জানায়, 'হামলার মূল পরিকল্পনায় ছিলেন যুব অধিকার পরিষদের নেতা নাছির, মিজানুর ও রাসেল। তাঁদের পরিকল্পনাতেই জুমার নামাজ শেষে তাৎক্ষণিক মিছিল ও সমাবেশ করা হয়। পরে সেই মিছিল থেকে হামলা চালানো হয়।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত