Ajker Patrika

নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২৩, ১৮: ০৮
নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

নোয়াখালীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীকে চিহ্নিত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। 

আজ বুধবার বিকেল ৪টা থেকে হরিনারায়ণপুর স্কুলের সামনের সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। বিক্ষোভে প্রায় এক হাজার স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) এখনো বিক্ষোভ চলছে। 

এ সময় স্থানীয়রা নূর নাহার বেগম ও তাঁর এসএসসি ফলপ্রার্থী মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ জানান, আটক আলতাফ হোসেনকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। 

আজ সকালে নোয়াখালী জেলা শহর মাইজদীর গুপ্তাংক বারলিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আলতাফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে এই হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত