Ajker Patrika

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ মে ২০২৫, ১৫: ৪৩
যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার দাম ২ শতাংশের বেশি কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ সোমবার যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক কমানোর একটি অস্থায়ী চুক্তি ঘোষণার পরই সোনার দাম কমে যায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা ৪১ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ২.৫ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ২৩৯ ডলারে। গত মাসে শুল্ক নিয়ে অনিশ্চয়তা বাড়ার কারণে সোনার দাম রেকর্ড বেড়ে ৩ হাজার ৫০০ ডলার ছুঁয়ে ফেলেছিল। অর্থাৎ মার্কিন-চীন সমঝোতায় এক দিনেই সোনার দাম কমেছে প্রায় ১০০ ডলার।

এই চুক্তির পর মার্কিন গোল্ড ফিউচারও ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৪ ডলারে। গোল্ড ফিউচার হলো একধরনের চুক্তি, যার মাধ্যমে দুটি পক্ষ ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে সোনা কেনাবেচার ক্ষেত্রে চুক্তিবদ্ধ থাকে।

বুলিয়নভল্টের গবেষণা পরিচালক অ্যাড্রিয়ান অ্যাশ বলেন, গত মাসে হোয়াইট হাউসের কিছু খবরে সোনার দাম বেড়েছিল, এটি ট্রাম্পের নীতি পরিবর্তনের জন্য ছিল ঝুঁকিপূর্ণ।

অ্যাড্রিয়ান অ্যাশ আরও বলেন, এখন বাজারে আশার পরিবেশ ফিরেছে, তবে এই আশা ভেঙে গেলে সোনার দাম আবার বাড়তে পারে।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র এপ্রিল মাসে চীনা পণ্যের ওপর যে অতিরিক্ত শুল্ক বসিয়েছিল, তা ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে আনা হবে। অপর দিকে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনবে। এই ব্যবস্থা কার্যকর থাকবে আগামী ৯০ দিনের জন্য।

চুক্তি ঘোষণার পর অন্যান্য বাজারেও ইতিবাচক সাড়া পড়ে। যুক্তরাষ্ট্রের ডলার বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং বিশ্ব শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা দেয়। সাধারণত ডলারের দাম বাড়লে সোনা বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও ব্যয়বহুল হয়ে পড়ে।

কিটকো মেটালসের জ্যেষ্ঠ বিশ্লেষক জিম উইকফ বলেন, জুনের গোল্ড ফিউচারে বিনিয়োগকারীরা তাঁদের স্বল্পমেয়াদি সুবিধা হারিয়েছেন। তাঁদের পরবর্তী লক্ষ্য ৩ হাজার ৩৫০ ডলারের ওপরে দাম বাড়ানো। প্রথম প্রতিরোধ ৩ হাজার ২৫০ এবং তারপর ৩ হাজার ২৭৫ ডলারে।

এখন বিনিয়োগকারীরা অপেক্ষায় আছেন আগামীকাল মঙ্গলবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) জন্য, যা ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে। এ ছাড়া এ সপ্তাহেই আরও কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশিত হবে, যার মধ্যে রয়েছে প্রযোজক মূল্যসূচক (পিপিআই) ও খুচরা বিক্রির তথ্য। ফেডারেল রিজার্ভ সুদের হার কমালে সোনার প্রতি আকর্ষণ আরও বাড়বে।

এদিন রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্সে দাঁড়ায় ৩২.৬৪ ডলারে। প্লাটিনামের দাম ১.৭ শতাংশ কমে হয় ৯৭৭.৭৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৬ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ৯৬০ ডলারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত