Ajker Patrika

ইন্দোনেশিয়ার ওপর ট্রাম্পের শুল্ক নামল ১৯ শতাংশে, চুক্তি সই

অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পণ্যের ওপর এর আগে ৩২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তা আগামী ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়। ট্রাম্প ঘোষিত সেই সময় ঘনিয়ে আসার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুল্ক-বাণিজ্য চুক্তি করেছে ইন্দোনেশিয়া। আর এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ১৯ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে নতুন চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপ করবে। এ ছাড়া, তিনি ওষুধ শিল্পে পরিকল্পিত শুল্কের নতুন বিবরণও দিয়েছেন।

ইন্দোনেশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনামূলক ছোট বাণিজ্যিক অংশীদার। তিনি বাণিজ্য অংশীদারদের সঙ্গে ভালো শর্ত নিশ্চিত করতে এবং মার্কিন বাণিজ্য ঘাটতি কমাতে চাপ দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার তিনি বলেন, আরও অনেক ছোট দেশের জন্য শুল্কের হার নির্ধারণ করে চিঠি শিগগিরই পাঠানো হবে। এই চুক্তি আসে এমন সময়ে এল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল।

ট্রাম্প ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তির রূপরেখার বিষয়ে কিছু তথ্য প্রকাশ করেছেন। এই চুক্তি অনেকটাই সম্প্রতি ভিয়েতনামের সঙ্গে স্বাক্ষরিত প্রাথমিক চুক্তির মতো। এতে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর সমতল শুল্ক বর্তমান ১০ শতাংশের প্রায় দ্বিগুণ হবে এবং ইন্দোনেশিয়ায় প্রবেশ করা মার্কিন পণ্যের ওপর কোনো শুল্ক থাকবে না। এ ছাড়া, ইন্দোনেশিয়া হয়ে চীন যুক্তরাষ্ট্রে যেসব পণ্য পরিবহন করে তার ওপর জরিমানা ধার্য করা হবে এবং ইন্দোনেশিয়া কিছু মার্কিন পণ্য কেনার অঙ্গীকারও করেছে।

ওভাল অফিসের বাইরে ট্রাম্প এই চুক্তির বিষয়ে বলেন, ‘তারা ১৯ শতাংশ (শুল্ক) দেবে আমাদের এবং আমরা (তাদের কোনো শুল্ক) দেব না...আমাদের ইন্দোনেশিয়ায় পূর্ণ প্রবেশাধিকার থাকবে এবং আমরা কয়েকটি এমন চুক্তি ঘোষণা করতে যাচ্ছি।’

পরে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ইন্দোনেশিয়া ১৫ বিলিয়ন ডলারের মার্কিন জ্বালানি পণ্য, ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের কৃষি পণ্য এবং ৫০টি বোয়িং জেট কিনতে রাজি হয়েছে। তবে তিনি কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। এদিন তিনি সাংবাদিকদের বলেন, ভিয়েতনামের সঙ্গে চুক্তি ‘প্রায় শেষ পর্যায়ে’ আছে কিন্তু বিবরণ প্রকাশ করা প্রয়োজনীয় নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত