বিশেষ প্রতিনিধি, ঢাকা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে অবস্থান নির্ধারণে বাংলাদেশ চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার একটি আন্তমন্ত্রণালয় সভা করে বাণিজ্য মন্ত্রণালয়, সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সভা শেষে বাণিজ্যসচিব মাহবুবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে এবং তাদের নিজস্ব আইন ও বিধান কার্যকর রয়েছে। তাই চুক্তির সম্ভাব্য বিষয়বস্তু নিয়ে আজ আমরা তাদের মতামত নিয়েছি।’
তিনি আরও বলেন, মার্কিন ট্যারিফ নিয়ে এখন থেকে নিয়মিত বৈঠক হবে। সেসব আলোচনার ভিত্তিতে একটি অবস্থানপত্র তৈরি করে সেটি যুক্তরাষ্ট্রকে পাঠানো হবে। এর পরেই শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা।
কবে নাগাদ প্রস্তাব পাঠানো হবে, এমন প্রশ্নে সচিব বলেন, ‘আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছি, তারা এখনো কোনো সময়সূচি জানায়নি।’
ইন্দোনেশিয়ার ক্ষেত্রে শুল্কহার ১৯ শতাংশে কমিয়ে আনা হচ্ছে—এমন খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন, এটি তাঁর জানা নেই।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের অবস্থানপত্র চূড়ান্ত করতে মন্ত্রণালয়গুলো এখন নিজ নিজ খাতের ওপর আলোচনায় মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রস্তাবিত চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসা পর্যন্ত, পরবর্তী করণীয় নির্ধারণে বাংলাদেশ অপেক্ষায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে অবস্থান নির্ধারণে বাংলাদেশ চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার একটি আন্তমন্ত্রণালয় সভা করে বাণিজ্য মন্ত্রণালয়, সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সভা শেষে বাণিজ্যসচিব মাহবুবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে এবং তাদের নিজস্ব আইন ও বিধান কার্যকর রয়েছে। তাই চুক্তির সম্ভাব্য বিষয়বস্তু নিয়ে আজ আমরা তাদের মতামত নিয়েছি।’
তিনি আরও বলেন, মার্কিন ট্যারিফ নিয়ে এখন থেকে নিয়মিত বৈঠক হবে। সেসব আলোচনার ভিত্তিতে একটি অবস্থানপত্র তৈরি করে সেটি যুক্তরাষ্ট্রকে পাঠানো হবে। এর পরেই শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা।
কবে নাগাদ প্রস্তাব পাঠানো হবে, এমন প্রশ্নে সচিব বলেন, ‘আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছি, তারা এখনো কোনো সময়সূচি জানায়নি।’
ইন্দোনেশিয়ার ক্ষেত্রে শুল্কহার ১৯ শতাংশে কমিয়ে আনা হচ্ছে—এমন খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন, এটি তাঁর জানা নেই।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের অবস্থানপত্র চূড়ান্ত করতে মন্ত্রণালয়গুলো এখন নিজ নিজ খাতের ওপর আলোচনায় মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রস্তাবিত চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসা পর্যন্ত, পরবর্তী করণীয় নির্ধারণে বাংলাদেশ অপেক্ষায় রয়েছে।
ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যেই চট্টগ্রাম বন্দরে বহুল আলোচিত বর্ধিত মাশুল কার্যকর হয়েছে। বুধবার থেকে এই নতুন হার অনুযায়ী বন্দর ফি আদায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ও মুখপাত্র ওমর ফারুক। তিনি জানান, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টার পর থেকে বন্দরে অবস্থানরত জাহাজ...
১৬ ঘণ্টা আগেউপদেষ্টা বলেন, প্রায় ১০০ কোটি টাকার ফান্ড দিয়ে জেডিপিসির মাধ্যমে প্রায় ১ হাজার ৬ জন উদ্যোক্তার অন্তর্ভুক্তির মাধ্যমে চেষ্টা করছি বাজারে পাটের একটা সাংস্কৃতিক পরিবর্তন আনতে। পাটের স্কয়ার মিটার, মাইলেজের পরিধি বাড়াতে গবেষণার দরকার। র্যাপিং (মোড়ক) উপকরণ হিসেবে বিশ্বব্যাপী পাটের বিশাল বাজার আছে।
১ দিন আগেসিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং মেটলাইফ বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে মেটলাইফ বাংলাদেশের নির্দিষ্ট গ্রাহকেরা উপভোগ করতে পারবেন সিঙ্গার বাংলাদেশের নির্বাচিত পণ্যের ওপর বিশেষ ছাড় এবং এক্সক্লুসিভ সুবিধা।
১ দিন আগেদেশে ব্যাংক খাতের এক অদ্ভুত বৈপরীত্য বিরাজ করছে। বড় ঋণখেলাপিরা কয়েক শ থেকে কয়েক হাজার কোটি টাকা ফেরত না দিলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে ছোট ঋণের জন্য গরিব কৃষক কিংবা সাধারণ মানুষ সামান্য দেরি বা কয়েক শ টাকার ঘাটতি হলে কঠোর হয়রানির শিকার হন; এমনকি হাতকড়া...
২ দিন আগে