নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার ভোরে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ায় বাসায় ফিরছিলেন অংগ্যজাই মারমা (২৭)। সঙ্গে ছিলেন তাঁর চাচাতো বোন। মান্নান সরণি এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার গতি রোধ করে। তাঁদের মধ্যে একজন ইমরান ওরফে শাকিলের হাতে ছিল ধারালো চাপাতি। তাঁরা ভয় দেখিয়ে অংগ্যজাইয়ের মানিব্যাগ ও তাঁর বোনের গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেয়।
ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয় মিরপুর মডেল থানার পুলিশ।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে পুলিশ।
গ্রেপ্তার শাকিলের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং অংগ্রজাইয়ের ব্যাগে থাকা ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে শাকিলের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব মনিপুর এলাকার একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ের সময় ব্যবহৃত ধারালো চাপাতি।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাকিল একজন পেশাদার অপরাধী। তাঁর বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় ছিনতাই, চুরি ও মাদকসংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, ছিনতাইয়ে জড়িত অপর দুই সহযোগীকে ধরতে পুলিশের অভিযান চলছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার ভোরে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ায় বাসায় ফিরছিলেন অংগ্যজাই মারমা (২৭)। সঙ্গে ছিলেন তাঁর চাচাতো বোন। মান্নান সরণি এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার গতি রোধ করে। তাঁদের মধ্যে একজন ইমরান ওরফে শাকিলের হাতে ছিল ধারালো চাপাতি। তাঁরা ভয় দেখিয়ে অংগ্যজাইয়ের মানিব্যাগ ও তাঁর বোনের গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেয়।
ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয় মিরপুর মডেল থানার পুলিশ।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে পুলিশ।
গ্রেপ্তার শাকিলের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং অংগ্রজাইয়ের ব্যাগে থাকা ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে শাকিলের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব মনিপুর এলাকার একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ের সময় ব্যবহৃত ধারালো চাপাতি।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাকিল একজন পেশাদার অপরাধী। তাঁর বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় ছিনতাই, চুরি ও মাদকসংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, ছিনতাইয়ে জড়িত অপর দুই সহযোগীকে ধরতে পুলিশের অভিযান চলছে।
রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৪ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৫ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫