Ajker Patrika

মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১, মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৫: ০৮
মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার যুবক। ছবি: সংগৃহীত
মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার যুবক। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার ভোরে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ায় বাসায় ফিরছিলেন অংগ্যজাই মারমা (২৭)। সঙ্গে ছিলেন তাঁর চাচাতো বোন। মান্নান সরণি এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে রিকশার গতি রোধ করে। তাঁদের মধ্যে একজন ইমরান ওরফে শাকিলের হাতে ছিল ধারালো চাপাতি। তাঁরা ভয় দেখিয়ে অংগ্যজাইয়ের মানিব্যাগ ও তাঁর বোনের গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নেয়।

ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয় মিরপুর মডেল থানার পুলিশ।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে পুলিশ।

গ্রেপ্তার শাকিলের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং অংগ্রজাইয়ের ব্যাগে থাকা ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে শাকিলের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব মনিপুর এলাকার একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ের সময় ব্যবহৃত ধারালো চাপাতি।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাকিল একজন পেশাদার অপরাধী। তাঁর বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় ছিনতাই, চুরি ও মাদকসংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, ছিনতাইয়ে জড়িত অপর দুই সহযোগীকে ধরতে পুলিশের অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত