Ajker Patrika

কক্সবাজার সৈকতে পথশিশু ধর্ষণ, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২১, ১৬: ১১
কক্সবাজার সৈকতে পথশিশু ধর্ষণ, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার: কক্সবাজার শহরে ১১ বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তাররা হলেন, পেকুয়া উপজেলার গোয়াখালী গ্রামের কামাল হোসেনের ছেলে মো. আরিফ (২৭), আব্দুস শুক্কুরের ছেলে মো. জুয়েল (১৮) ও টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রশিদের ছেলে মো. রাশেদ (২২)।

পথশিশু ধর্ষণ হওয়ার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন,  এ ঘটনায় পথশিশুদের কল্যাণমূলক সংগঠন ‘নতুন জীবনের’ সদস্য জোবাইর হোসেন কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দেন। তারপরই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ভিকটিমকে হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মুনীর উল গিয়াস বলেন, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত