Ajker Patrika

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ 

কক্সবাজার প্রতিনিধি
ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ 

কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকালে চকরিয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় দা দিয়ে কুপিয়ে ব্যবসায়ী ও বিকাশের এজেন্ট মোহাম্মদ লতিফ উল্লাহকে হত্যা করা হয়। এ সময় নিহতের ব্যবসাপ্রতিষ্ঠানের টাকাও লুট করেন দুর্বৃত্তরা। নিহত লতিফ উল্লাহ লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুফী পাড়ার ইলিয়াছ সওদাগরের ছেলে। 

এ হত্যার প্রতিবাদে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন। 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন-পৌর মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সহসভাপতি জেবর মুলুক, চকরিয়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক চৌধুরী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত