Ajker Patrika

চবিতে ছাত্রী হেনস্তা: ২ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

চবি প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২২, ২১: ২১
চবিতে ছাত্রী হেনস্তা: ২ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

ছাত্রী হেনস্তায় জড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হেলথ, রেসিডেন্স ও ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। 

বহিষ্কার হওয়া দুই ছাত্র হলেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজিম হোসাইন ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুরুল আবসার বাবু। বাকি দুজনের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর শাস্তির আবেদন করা হবে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। 

প্রক্টর বলেন, তথ্য-উপাত্ত, র‍্যাবের প্রেস ব্রিফিং, তদন্ত কমিটির ইন্টারনাল প্রতিবেদন, সিনেটদের বক্তব্য পর্যালোচনা করে দুই ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি যাঁরা আছে তাঁদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর শাস্তির জন্য চিঠি পাঠানো হবে। এ ছাড়া কয়েকটি সুপারিশ করা হয়েছে। 

সুপারিশের বিষয়ে রবিউল হাসান বলেন, যাঁদের ছেলে এই কর্মকাণ্ডে জড়িত, তাঁদের প্রাথমিকভাবে সতর্ক করা। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাঁদের বাবার ‘বাসা বরাদ্দ’ বাতিল করা। যাঁরা এই ঘটনায় জড়িত তাঁদের বিশ্ববিদ্যালয় এলাকায় নিষিদ্ধ ঘোষণা করা। যেসব স্পর্শকাতর জায়গা আছে, সেসব জায়গায় সাইনবোর্ড দিয়ে সতর্কীকরণ করা, পাশাপাশি নিরাপত্তাকর্মী দেওয়া। এই সুপারিশগুলো করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত