Ajker Patrika

সাংবাদিক ও জনপ্রতিনিধিদের হত্যার হুমকিদাতা খোকনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
সাংবাদিক ও জনপ্রতিনিধিদের হত্যার হুমকিদাতা খোকনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও দুই ইউপি চেয়ারম্যানকে হুমকি দাতা খোকন চন্দ্র নাথ (৫০) কে ৬ দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকারের আদালতে ভার্চুয়াল শুনানি শেষে দুটি মামলায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ। 

অভিযুক্ত খোকন সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মছজিদ্দা গ্রামের সতীশ মহাজন বাড়ির মৃত পরিমল চন্দ্রনাথের ছেলে। 

জানা যায়, এর আগে খোকন চন্দ্র নাথের বিরুদ্ধে হুমকি দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী। একই সাথে চাকরি দেওয়ার নাম করে ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. ইউছুপ বেলাল হোসেন নামে অপর একজনও মামলা দায়ের করেন। এ ছাড়া কুমিরা ও বাঁশবাড়িয়ার দুই ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, আদালত পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিকে আগামী ৭ দিনের মধ্যে রিমান্ডে আনার জন্য অনুমতি দেওয়া হয়। রিমান্ডে আনলে তাঁর প্রতারক চক্রে আরও কারা আছে, কাদের জোরে সে এসব অপকর্ম করছে তা বের হয়ে আসবে। 

উল্লেখ্য, সীতাকুণ্ডে প্রতারণা ও প্রাণনাশের হুমকির ঘটনায় কয়েকটি মামলা ও অভিযোগ দায়েরের পর এলাকা ছেড়ে পালিয়ে যান খোকন চন্দ্র নাথ। সর্বশেষ গত ১৫ আগস্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জে গিয়ে একটি ভূমিদস্যু চক্রের সঙ্গে জমি দখলের চেষ্টার সময় জনতা তাঁকে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত