Ajker Patrika

গরুর পা ও মাথা কেটে ধড় ফেলে গেল দুর্বৃত্তরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
গরুর পা ও মাথা কেটে ধড় ফেলে গেল দুর্বৃত্তরা

পটুয়াখালীর কলাপাড়ায় জ্যান্ত গরুর চার পা এবং মাথা কেটে নিয়ে ধড় ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পশ্চিম রজপাড়া গ্রামের দারোগার বান এলাকায় এ ঘটনা ঘটে। 

গরুর মালিক মনিরুল ইসলামের অভিযোগ, চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি নৌকা মার্কায় সমর্থন দেন। নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী আনারস মার্কায় বিজয়ী হন। এরপর থেকে তাঁকে হত্যার হুমকি দেয় বিজয়ী প্রার্থীর সমর্থকেরা। ঘটনার রাতে তিনি বাড়িতে একা ছিলেন। ৭ / ৮ জন দুর্বৃত্ত তাঁকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। তিনি ঘর থেকে বের না হওয়ায় গোয়াল ঘর  থেকে গরু বের করে নির্মমভাবে হত্যা করে। 

এ বিষয়ে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী সুজন মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।  তবে তাঁর ছোট ভাই সোহাগ মোল্লা বলেন, ‘এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাকেও সন্দেহ করতে পারে। আমরা চাই, পুলিশ সঠিক তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করুক, সে যেই হোক অপরাধীরা শাস্তি পাক।’ 

কলাপাড়া থানা ওসি মো. জসিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত