বরগুনা প্রতিনিধি
ঘর থেকে টেনে হিচড়ে বের করে পরিবারের সদস্যের চোখের সামনেই ইউপি সদস্য পনু মিয়াকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। এদিকে আজ বুধবার বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষা দিতে যায় তাঁর মেয়ে সানজিদা ইসলাম রিয়া (১৭)।
আয়লা মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল বলেন, ‘সানজিদা কেওড়াবুনিয়া ইউনিয়নের জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরই মেধ্য সে দুটি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ওর বাবা দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে নিহত হয়। কিন্ত মেয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ বুধবার বরগুনা সদর হাসপাতালের মর্গে বাবার মরদেহ দেখে এরপর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে সানজিদা। আমরা তাকে সার্বিক সহযোগীতা করেছি।’
পরীক্ষা শেষে সানজিদা ইসলাম রিয়া আজকের পত্রিকাকে বলে, ‘বাবার মরদেহ মর্গে দেখে পরীক্ষা দিতে যাওয়া! আমার কাছে এর চেয়ে কষ্টের আর কিছুই নেই। বাবার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব। আমি বাবাকে তো আর ফিরে পাব না। পরীক্ষাটা না দিলে আমার বাবার স্বপ্ন ভেঙে যেত। তাই পরীক্ষায় অংশ নিয়েছি। আমার বাবাকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নিহত সাবেক ইউপি সদস্য পনু মিয়ার স্ত্রী ছবি আক্তার বলেন, ‘গতকাল রাতে ঠান্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা দিয়ে আমাদের সামনেই আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও ওরা মারধর করে। আমার মেয়ে সানজিদাকে তার বাবার লাশ মর্গে রেখে পরীক্ষা দিতে হয়েছে। এর চেয়ে দূর্ভাগ্যজনক পরিস্থিতি আর কী থাকতে পারে! আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এরই মধ্যে উভয় পক্ষের ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী কোনো পরিবার নিরাপত্তাহীনতায় আছে এমন অভিযোগ আমরা এখনও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠান্ডা গ্রুপ ও পনু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরেই নির্বাচনের দেড় বছর পর গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এর আগেও পনুকে বেশ কয়েকবার কুপিয়ে গুরুতর জখম করে ঠান্ডা বাহিনী।
ঘর থেকে টেনে হিচড়ে বের করে পরিবারের সদস্যের চোখের সামনেই ইউপি সদস্য পনু মিয়াকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। এদিকে আজ বুধবার বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষা দিতে যায় তাঁর মেয়ে সানজিদা ইসলাম রিয়া (১৭)।
আয়লা মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল বলেন, ‘সানজিদা কেওড়াবুনিয়া ইউনিয়নের জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরই মেধ্য সে দুটি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ওর বাবা দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে নিহত হয়। কিন্ত মেয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ বুধবার বরগুনা সদর হাসপাতালের মর্গে বাবার মরদেহ দেখে এরপর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে সানজিদা। আমরা তাকে সার্বিক সহযোগীতা করেছি।’
পরীক্ষা শেষে সানজিদা ইসলাম রিয়া আজকের পত্রিকাকে বলে, ‘বাবার মরদেহ মর্গে দেখে পরীক্ষা দিতে যাওয়া! আমার কাছে এর চেয়ে কষ্টের আর কিছুই নেই। বাবার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব। আমি বাবাকে তো আর ফিরে পাব না। পরীক্ষাটা না দিলে আমার বাবার স্বপ্ন ভেঙে যেত। তাই পরীক্ষায় অংশ নিয়েছি। আমার বাবাকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নিহত সাবেক ইউপি সদস্য পনু মিয়ার স্ত্রী ছবি আক্তার বলেন, ‘গতকাল রাতে ঠান্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা দিয়ে আমাদের সামনেই আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও ওরা মারধর করে। আমার মেয়ে সানজিদাকে তার বাবার লাশ মর্গে রেখে পরীক্ষা দিতে হয়েছে। এর চেয়ে দূর্ভাগ্যজনক পরিস্থিতি আর কী থাকতে পারে! আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এরই মধ্যে উভয় পক্ষের ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী কোনো পরিবার নিরাপত্তাহীনতায় আছে এমন অভিযোগ আমরা এখনও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠান্ডা গ্রুপ ও পনু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরেই নির্বাচনের দেড় বছর পর গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এর আগেও পনুকে বেশ কয়েকবার কুপিয়ে গুরুতর জখম করে ঠান্ডা বাহিনী।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫