বরগুনা প্রতিনিধি
ঘর থেকে টেনে হিচড়ে বের করে পরিবারের সদস্যের চোখের সামনেই ইউপি সদস্য পনু মিয়াকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। এদিকে আজ বুধবার বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষা দিতে যায় তাঁর মেয়ে সানজিদা ইসলাম রিয়া (১৭)।
আয়লা মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল বলেন, ‘সানজিদা কেওড়াবুনিয়া ইউনিয়নের জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরই মেধ্য সে দুটি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ওর বাবা দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে নিহত হয়। কিন্ত মেয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ বুধবার বরগুনা সদর হাসপাতালের মর্গে বাবার মরদেহ দেখে এরপর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে সানজিদা। আমরা তাকে সার্বিক সহযোগীতা করেছি।’
পরীক্ষা শেষে সানজিদা ইসলাম রিয়া আজকের পত্রিকাকে বলে, ‘বাবার মরদেহ মর্গে দেখে পরীক্ষা দিতে যাওয়া! আমার কাছে এর চেয়ে কষ্টের আর কিছুই নেই। বাবার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব। আমি বাবাকে তো আর ফিরে পাব না। পরীক্ষাটা না দিলে আমার বাবার স্বপ্ন ভেঙে যেত। তাই পরীক্ষায় অংশ নিয়েছি। আমার বাবাকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নিহত সাবেক ইউপি সদস্য পনু মিয়ার স্ত্রী ছবি আক্তার বলেন, ‘গতকাল রাতে ঠান্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা দিয়ে আমাদের সামনেই আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও ওরা মারধর করে। আমার মেয়ে সানজিদাকে তার বাবার লাশ মর্গে রেখে পরীক্ষা দিতে হয়েছে। এর চেয়ে দূর্ভাগ্যজনক পরিস্থিতি আর কী থাকতে পারে! আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এরই মধ্যে উভয় পক্ষের ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী কোনো পরিবার নিরাপত্তাহীনতায় আছে এমন অভিযোগ আমরা এখনও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠান্ডা গ্রুপ ও পনু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরেই নির্বাচনের দেড় বছর পর গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এর আগেও পনুকে বেশ কয়েকবার কুপিয়ে গুরুতর জখম করে ঠান্ডা বাহিনী।
ঘর থেকে টেনে হিচড়ে বের করে পরিবারের সদস্যের চোখের সামনেই ইউপি সদস্য পনু মিয়াকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। এদিকে আজ বুধবার বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষা দিতে যায় তাঁর মেয়ে সানজিদা ইসলাম রিয়া (১৭)।
আয়লা মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল বলেন, ‘সানজিদা কেওড়াবুনিয়া ইউনিয়নের জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এরই মেধ্য সে দুটি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ওর বাবা দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে নিহত হয়। কিন্ত মেয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ বুধবার বরগুনা সদর হাসপাতালের মর্গে বাবার মরদেহ দেখে এরপর পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছে সানজিদা। আমরা তাকে সার্বিক সহযোগীতা করেছি।’
পরীক্ষা শেষে সানজিদা ইসলাম রিয়া আজকের পত্রিকাকে বলে, ‘বাবার মরদেহ মর্গে দেখে পরীক্ষা দিতে যাওয়া! আমার কাছে এর চেয়ে কষ্টের আর কিছুই নেই। বাবার স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব। আমি বাবাকে তো আর ফিরে পাব না। পরীক্ষাটা না দিলে আমার বাবার স্বপ্ন ভেঙে যেত। তাই পরীক্ষায় অংশ নিয়েছি। আমার বাবাকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
নিহত সাবেক ইউপি সদস্য পনু মিয়ার স্ত্রী ছবি আক্তার বলেন, ‘গতকাল রাতে ঠান্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা দিয়ে আমাদের সামনেই আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও ওরা মারধর করে। আমার মেয়ে সানজিদাকে তার বাবার লাশ মর্গে রেখে পরীক্ষা দিতে হয়েছে। এর চেয়ে দূর্ভাগ্যজনক পরিস্থিতি আর কী থাকতে পারে! আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এরই মধ্যে উভয় পক্ষের ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী কোনো পরিবার নিরাপত্তাহীনতায় আছে এমন অভিযোগ আমরা এখনও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠান্ডা গ্রুপ ও পনু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরেই নির্বাচনের দেড় বছর পর গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এর আগেও পনুকে বেশ কয়েকবার কুপিয়ে গুরুতর জখম করে ঠান্ডা বাহিনী।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে