Ajker Patrika

চাকরি মুলাদীতে, থাকেন সিঙ্গাপুরে

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৯: ২০
চাকরি মুলাদীতে, থাকেন সিঙ্গাপুরে

মুলাদীতে মাদ্রাসার এক অফিস সহকারী সিঙ্গাপুরে অবস্থান করেই চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকার মাসিক বেতন-ভাতা (এমপিও) কপিতেও বিল আসছে নিয়মিত। গাছুয়া ইউনিয়নের ইসলামাবাদ নেছারিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী মো. আরাফাত হোসেন ওরফে শাহাদাত হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।

আরাফাত হোসেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসিন মুনিরের ছেলে। তবে তাঁর ছেলে আরাফাত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বলে দাবি করেছেন অধ্যক্ষ।

স্থানীয়রা জানান, ইসলামাবাদ নেছারিয়া মাদ্রাসাটিকে ৪-৫ বছর আগে অধ্যক্ষ আলিম স্তরে উন্নীত করার চেষ্টা শুরু করেন। ওই সময় অন্যদের সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী ছেলে আরাফাত হোসেনকেও অফিস সহকারী হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে আলিম স্তরে এমপিওভুক্ত হলে আরাফাত হোসেন সিঙ্গাপুর থেকে দেশে আসেন। ২০২১ সালের প্রথম দিকে মাদ্রাসায় দাপ্তরিক কাজ করেন ও সরকারি বেতন ভাতা উত্তোলন করেছেন। পরবর্তীতে ওই বছর মে বা জুন মাসে আবার সিঙ্গাপুর চলে যান।মধ্য গাছুয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন বলেন, অফিস সহকারী আরাফাত হোসেন দেশ ছেড়ে চলে গেলেও তার পদটি শূন্য করা হয়নি। 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসিন মুনির বলেন, ‘আরাফাত চিকিৎসার জন্য ছুটি নিয়ে সিঙ্গাপুর গিয়েছে। বর্তমানে তার বেতন-ভাতা স্থগিত রাখা হয়েছে।’

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি কাউন্সিলর আরিফ হোসেন সরদার বলেন, ‘অফিস সহকারীর প্রবাসে অবস্থান করার বিষয়টি জানা নাই।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রবাসে অবস্থান করে মাদ্রাসায় চাকরির বৈধতা নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত