লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে মোল্লা আইসক্রিম কারখানায় প্রাণ কোম্পানিসহ দেশের বিভিন্ন স্থানের আইসক্রিমের মোড়ক, নাম ও লোগো নকল করে বাজারজাতকরণের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোল্লা আইসক্রিম কারখানার ম্যানেজার মো. মনিরকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ও ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
এ বিষয়ে ইউএনও বলেন, ‘লালমোহন পৌরসভার সওদাগর রোড চৌমুহনী এলাকার মোল্লা আইসক্রিম কারখানার বিরুদ্ধে প্রাণ কোম্পানিসহ দেশের বিভিন্ন স্থানের আইসক্রিমের মোড়ক, নাম ও লোগো নকল করে বাজারজাতকরণের অভিযোগ ছিল, যা আমাদের কাছে হাতেনাতে ধরা পড়ে। উক্ত প্রতিষ্ঠানে নাটোর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও পটুয়াখালীর বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছিল। একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনবিহীন রং, কেমিক্যাল ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল।’
ইউএনও আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত আইসক্রিম কারখানার ব্যবস্থাপক মো. মনিরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নকল পণ্য প্রস্তুত করার অপরাধে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোলার লালমোহনে মোল্লা আইসক্রিম কারখানায় প্রাণ কোম্পানিসহ দেশের বিভিন্ন স্থানের আইসক্রিমের মোড়ক, নাম ও লোগো নকল করে বাজারজাতকরণের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোল্লা আইসক্রিম কারখানার ম্যানেজার মো. মনিরকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ও ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
এ বিষয়ে ইউএনও বলেন, ‘লালমোহন পৌরসভার সওদাগর রোড চৌমুহনী এলাকার মোল্লা আইসক্রিম কারখানার বিরুদ্ধে প্রাণ কোম্পানিসহ দেশের বিভিন্ন স্থানের আইসক্রিমের মোড়ক, নাম ও লোগো নকল করে বাজারজাতকরণের অভিযোগ ছিল, যা আমাদের কাছে হাতেনাতে ধরা পড়ে। উক্ত প্রতিষ্ঠানে নাটোর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও পটুয়াখালীর বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছিল। একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনবিহীন রং, কেমিক্যাল ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল।’
ইউএনও আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত আইসক্রিম কারখানার ব্যবস্থাপক মো. মনিরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নকল পণ্য প্রস্তুত করার অপরাধে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে