Ajker Patrika

আইসক্রিম কারখানায় মোড়ক-নাম-লোগো নকল, ব্যবস্থাপকের কারাদণ্ড

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১: ০৬
আইসক্রিম কারখানায় মোড়ক-নাম-লোগো নকল, ব্যবস্থাপকের কারাদণ্ড

ভোলার লালমোহনে মোল্লা আইসক্রিম কারখানায় প্রাণ কোম্পানিসহ দেশের বিভিন্ন স্থানের আইসক্রিমের মোড়ক, নাম ও লোগো নকল করে বাজারজাতকরণের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোল্লা আইসক্রিম কারখানার ম্যানেজার মো. মনিরকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ও ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

এ বিষয়ে ইউএনও বলেন, ‘লালমোহন পৌরসভার সওদাগর রোড চৌমুহনী এলাকার মোল্লা আইসক্রিম কারখানার বিরুদ্ধে প্রাণ কোম্পানিসহ দেশের বিভিন্ন স্থানের আইসক্রিমের মোড়ক, নাম ও লোগো নকল করে বাজারজাতকরণের অভিযোগ ছিল, যা আমাদের কাছে হাতেনাতে ধরা পড়ে। উক্ত প্রতিষ্ঠানে নাটোর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও পটুয়াখালীর বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছিল। একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনবিহীন রং, কেমিক্যাল ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছিল।’

ইউএনও আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত আইসক্রিম কারখানার ব্যবস্থাপক মো. মনিরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নকল পণ্য প্রস্তুত করার অপরাধে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছে। একই সঙ্গে  ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত