Ajker Patrika

নেছারাবাদে নেশার টাকা না পেয়ে পিতাকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর) 
নেছারাবাদে নেশার টাকা না পেয়ে পিতাকে পিটিয়ে হত্যা

নেছারাবাদে নেশার টাকা না পেয়ে কোদাল দ্বারা পটিয়ে বাবাকে হত্যা করেছে ছেলে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের দক্ষিণ মাহমুদকাঠি গ্রামের আকন বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত বাবার নাম মো. জয়নাল আকন (৭০)। অভিযুক্ত ছেলের নাম রাজ্জাক আকন (৩৮)। 

ছেলের এক পিটালে বৃদ্ধ পিতা মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের অন্যান্যে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নিয়ে যান। বিকেলে হাসপাতাল থেকে নিহতের মেজ ছেলে সুমন আকন তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে রাজ্জাক আকন গা ঢাকা দিয়েছে। 

অভিযুক্ত রাজ্জাক আকনের মেজ ভাই সুমন আকন জানান, তাঁর ভাই এলাকার একজন মাদকাসক্ত। তিনি কোন কাজকর্ম করতেন না। সংসারে তাঁর স্ত্রী ছেলে মেয়ে রয়েছে। তাঁর ভাই অকর্ম, মাদকাসক্ত হওয়ায় তাঁর সংসার তাঁরা চালান। তিনি প্রায়ই নেশার টাকার জন্য বাবা ও তাঁদের সঙ্গে ঝগড়াঝাঁটি করতেন। ঘটনার দিনদুপুরে তিনি বাড়িতে এসে বাবার কাছে নেশার টাকা চান। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। এক পর্যায় তাঁর বাবা তাকে একটু বকাঝকা করলে বড় ভাই রাজ্জাক সুস্থ মস্তিষ্কে বাবাকে কোদাল দিয়ে মাথায় একটি সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর বাবা মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাবাকে বরিশাল শেবাচিমে হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ইউপি সদস্য মুহিদ মাহমুদ বলেন, রাজ্জাক একজন মাদকসেবী। শুনেছি প্রায়ই সে নেশার টাকার জন্য পরিবারে বাবার সঙ্গে ঝগড়াঝাঁটি করত। তাঁর বাবা জয়নাল ও ভাইয়েরা মিলে রাজ্জাকের জন্য একটি ঘর উঠাচ্ছিলেন। ঘটনার দিনদুপুরে তাঁর বাবা সেই ঘরে কাজ করছিলেন। এ সময় এই ঘটনা ঘটে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত