Ajker Patrika

অভিবাসন আইন ভঙ্গকারীকে সহায়তা করলে দেশে পাঠিয়ে দেবে কুয়েত

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২২: ১৯
Thumbnail image

কুয়েতে বসবাসকারী কোনো প্রবাসী বসবাসের অনুমতি সংক্রান্ত আইন ভঙ্গকারীদের আশ্রয় দিলে বা সহায়তা করলে তাঁদের অবিলম্বে দেশছাড়া করার ঘোষণা দিয়েছে কুয়েত। 

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের আইন ভঙ্গকারীদের শাস্তি দেওয়ার জন্য জেলিব আল শুয়ুখ ও খাইতানের দুটি অব্যবহৃত স্কুলকে কারাগারে পরিণত করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়। 

এ পদক্ষেপের উদ্দেশ্য আইনভঙ্গের প্রবণতা কমিয়ে আনা এবং থানা হাজত ও কারাগারের ওপর চাপ কমিয়ে আনা। শিক্ষা মন্ত্রণালয় স্কুলগুলো হস্তান্তর করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলোকে নতুন উদ্দেশ্যে ব্যবহারের জন্য সংস্কার করবে। 

সূত্র অনুসারে, আবাসিক আইন ভঙ্গকারীদের কোনো প্রকার সাহায্য বা প্ররোচনার জন্য কঠোর শাস্তি পেতে হবে। কোনো প্রবাসী যদি বসবাসের অনুমতি সংক্রান্ত আইন ভঙ্গকারীদের কোনো প্রকার সাহায্য করেছেন বা আশ্রয় দিয়েছেন প্রমাণিত হয় তবে তাঁদের অবিলম্বে দেশে পাঠিয়ে দেওয়া করা হবে।

এ ক্ষেত্রে কোনো কুয়েতের নাগরিক সহযোগী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

গালফ নিউজ সূত্রের বরাত দিয়ে আরও জানায়, মুখ্য উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার আল বার্জাস নিরাপত্তা কর্মকর্তাদের একটি বিস্তৃত পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছেন। এ পরিকল্পনার আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ মাধ্যম ব্যবহার করে প্রায় দেড় লাখ আইন ভঙ্গকারীর তথ্য জড়ো করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত