কয়রা প্রতিনিধি
কয়রার কালিকাপুর গ্রামে প্রতারণার মাধ্যমে রফিকুল ইসলাম গাজী (৭১) নামের এক মানসিক প্রতিবন্ধীর ১৩ শতাংশ জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। একই গ্রামের হাবিবুর রহমান ও মহসীন গাজীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। গত ১৬ মার্চ এ ঘটনা ঘটলেও গতকাল রোববার বিষয়টি জানাজানি হয়। ঘটনা জানতে পেরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
অভিযোগপত্র থেকে জানা গেছে, রফিকুল ইসলাম কালিকাপুর গ্রামের মৃত আনছার আলী গাজীর ছেলে। ১৬ মার্চ রফিকুল ইসলামকে তাঁর বাড়ির সামনের সড়ক থেকে ডেকে নিয়ে সাব-রেজিস্ট্রারের অফিসে নিয়ে যান হাবিবুর ও মহসীন। পরে স্থানীয় একটি হোটেলে খাওয়ানোর পর দলিলে টিপসই নিয়ে রফিকুলের নামে থাকা ১৩ শতাংশ জমি নিজেদের নামে লিখে নেন হাবিবুর ও মহসীন। পরে রফিকুলের হাতে ২৫০ টাকা ধরিয়ে দিয়ে একটি ভ্যানে করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ঘটনা জানাজানির হলে রেজিস্ট্রার অফিসে খোঁজ নিয়ে নিশ্চিত হয় প্রতিবন্ধীর পরিবারের সদস্যরা।
প্রতিবন্ধী রফিকুল গাজীর ছোট ভাই আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনা জানার পর হাবিবুর ও মহসীনের কাছে জানতে চাইলে তাঁরা প্রথমে অস্বীকার করেন। পরে সাব-রেজিস্ট্রার অফিস থেকে দলিলের সার্টিফায়েড কপি তুলে আনা হলে তাঁরা নানা হুমকি-ধমকি দিয়ে আমাদের চুপ থাকতে বলেন।’
স্থানীয় মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি বলেন, ‘রফিকুল মানসিক প্রতিবন্ধী এটা এলাকার সবাই জানে। খুলনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাঁর চিকিৎসা চলছে। এ অবস্থায় রফিকুলের দুর সম্পর্কের দুই ভাইপো প্রতারণার মাধ্যমে তাঁর (রফিকুলের) নামে থাকা জমির কোবলা দলিল করে নিয়েছেন। বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।’
সাব-রেজিস্ট্রার দিপঙ্কর দাস বলেন, ‘ওই ব্যক্তির অসুস্থতার কথা বলে দুজন লোক আমার কাছে আসেন। জমি রেজিস্ট্রির ব্যাপারে রফিকুলের সম্মতি পেয়ে আমি তার অনুমোদন দিই। পরে জানতে পারি তিনি মানসিক প্রতিবন্ধী। এ বিষয়ে রফিকুলের পরিবারকে হাবিবুর ও মহসীনের বিরুদ্ধে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত মহসীনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন প্রতিবন্ধীর জমি লিখে নেইনি। সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের সার্টিফায়েড কপিতে দেখা যাচ্ছে আপনি প্রতিবন্ধীর কাছ থেকে লিখে নিয়েছেন এ কথা বলার পর পরে কথা বলব বলে তিনি মুঠোফোন কেটে দেন।
কয়রার কালিকাপুর গ্রামে প্রতারণার মাধ্যমে রফিকুল ইসলাম গাজী (৭১) নামের এক মানসিক প্রতিবন্ধীর ১৩ শতাংশ জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে। একই গ্রামের হাবিবুর রহমান ও মহসীন গাজীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। গত ১৬ মার্চ এ ঘটনা ঘটলেও গতকাল রোববার বিষয়টি জানাজানি হয়। ঘটনা জানতে পেরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
অভিযোগপত্র থেকে জানা গেছে, রফিকুল ইসলাম কালিকাপুর গ্রামের মৃত আনছার আলী গাজীর ছেলে। ১৬ মার্চ রফিকুল ইসলামকে তাঁর বাড়ির সামনের সড়ক থেকে ডেকে নিয়ে সাব-রেজিস্ট্রারের অফিসে নিয়ে যান হাবিবুর ও মহসীন। পরে স্থানীয় একটি হোটেলে খাওয়ানোর পর দলিলে টিপসই নিয়ে রফিকুলের নামে থাকা ১৩ শতাংশ জমি নিজেদের নামে লিখে নেন হাবিবুর ও মহসীন। পরে রফিকুলের হাতে ২৫০ টাকা ধরিয়ে দিয়ে একটি ভ্যানে করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ঘটনা জানাজানির হলে রেজিস্ট্রার অফিসে খোঁজ নিয়ে নিশ্চিত হয় প্রতিবন্ধীর পরিবারের সদস্যরা।
প্রতিবন্ধী রফিকুল গাজীর ছোট ভাই আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনা জানার পর হাবিবুর ও মহসীনের কাছে জানতে চাইলে তাঁরা প্রথমে অস্বীকার করেন। পরে সাব-রেজিস্ট্রার অফিস থেকে দলিলের সার্টিফায়েড কপি তুলে আনা হলে তাঁরা নানা হুমকি-ধমকি দিয়ে আমাদের চুপ থাকতে বলেন।’
স্থানীয় মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি বলেন, ‘রফিকুল মানসিক প্রতিবন্ধী এটা এলাকার সবাই জানে। খুলনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাঁর চিকিৎসা চলছে। এ অবস্থায় রফিকুলের দুর সম্পর্কের দুই ভাইপো প্রতারণার মাধ্যমে তাঁর (রফিকুলের) নামে থাকা জমির কোবলা দলিল করে নিয়েছেন। বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।’
সাব-রেজিস্ট্রার দিপঙ্কর দাস বলেন, ‘ওই ব্যক্তির অসুস্থতার কথা বলে দুজন লোক আমার কাছে আসেন। জমি রেজিস্ট্রির ব্যাপারে রফিকুলের সম্মতি পেয়ে আমি তার অনুমোদন দিই। পরে জানতে পারি তিনি মানসিক প্রতিবন্ধী। এ বিষয়ে রফিকুলের পরিবারকে হাবিবুর ও মহসীনের বিরুদ্ধে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত মহসীনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন প্রতিবন্ধীর জমি লিখে নেইনি। সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের সার্টিফায়েড কপিতে দেখা যাচ্ছে আপনি প্রতিবন্ধীর কাছ থেকে লিখে নিয়েছেন এ কথা বলার পর পরে কথা বলব বলে তিনি মুঠোফোন কেটে দেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫