Ajker Patrika

বানকো সিকিউরিটিজের পরিচালকদের ৭ কোটি অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বানকো সিকিউরিটিজের পরিচালকদের ৭ কোটি অর্থদণ্ড

১২৬ কোটি টাকার বেশি আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ব্রোকারেজ হাউস বানকো সিকিউরিটিজের সাতজন পরিচালককে ৭ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে। বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা ও সিকিউরিটিজ বিধিবিধান লঙ্ঘন করার অভিযোগে সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

দণ্ডিত ব্যক্তিরা হলেন—বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিত, এমডি সামিউল ইসলাম, পরিচালক মো. শফিউল আজম, ওয়ালিউল হাসান চৌধুরী, নুরুল ঈশান সাদাত, এ মুনিম চৌধুরী ও জামিল আহমেদ চৌধুরী। তাঁদের প্রত্যেককে ১ কোটি টাকা করে মোট ৭ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বানকো সিকিউরিটিজের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে নগদ ৬৬ কোটি ৬০ লাখ ও শেয়ার বিক্রি করে আরও ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। নগদ টাকা ও শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটির পরিচালকেরা প্রায় ১২৬ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগটি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটি আদালতে বিচারাধীন। তবে ব্রোকারেজ হাউসটির বিরুদ্ধে বিভিন্ন সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে প্রত্যেক পরিচালককে ১ কোটি করে মোট ৭ কোটি টাকা অর্থদণ্ড করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, এ অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির প্রত্যেক পরিচালককে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে। এ ছাড়া আদালতে চলমান মামলার অগ্রগতি জানতে দুদকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বানকো সিকিউরিটিজের বিরুদ্ধে অনেক অভিযোগ। এই জরিমানা সিকিউরিটিজ আইন লঙ্ঘনজনিত। তাঁদের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের বিষয়টি আমরা দুদকে দিয়েছি। দুদক অভিযুক্ত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্তসহ অন্যান্য ব্যবস্থা নিতে পারে, আমরা পারি না। সেটা চলমান রয়েছে।’ 

প্রসঙ্গত, বিপুল পরিমাণ অর্থ ও শেয়ার আত্মসাতের ঘটনায় বানকো সিকিউরিটিজ ও এর সাত পরিচালকের বিরুদ্ধে ২০২১ সালে রাজধানীর মতিঝিল থানায় অভিযোগ দায়ের করে ডিএসই। প্রতারণামূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৪০৬ ও ৪০৯ ধারায় অভিযোগ আনা হয়। পরে মতিঝিল থানা অভিযোগটি দুদকে প্রেরণ করে। 

ডিএসইর পক্ষে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১ সালের ৬ মে ও ৬ জুন বানকো সিকিউরিটিজ আইন লঙ্ঘনের মাধ্যমে শেয়ারের লেনদেন নিষ্পত্তি করতে ব্যর্থ হয়। পরবর্তী গত ৭ জুন কোম্পানিটিতে বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে ডিএসই। ওই সময় ব্রোকারেজ হাউসটির সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্টে গত ৬ জুনের হিসাবে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকার ঘাটতি পায় ডিএসই। ফলে তাৎক্ষণিক ডিএসই কোম্পানির কাছ থেকে ওই সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্টের ঘাটতির ‘গ্রাহকের পরিশোধযোগ্য সমন্বয়সাধন বিবরণ’ গ্রহণ করে। এতে প্রতীয়মান হয় যে, বানকো সিকিউরিটিজ ও তাদের মালিকপক্ষ বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ ও শেয়ার আত্মসাৎ করেছে। আর এ অর্থ সমন্বয় না করেই তাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোম্পানিটির এমন কর্মকাণ্ড পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীকে তাদের বিনিয়োগের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত করে তুলেছে। বিনিয়োগকারীদের বিশ্বাস ভঙ্গ করে তাদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বানকো সিকিউরিটিজের পরিচালক ও কর্মকর্তা/কর্মচারীরা অপরাধ করেছেন। 

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পলাতক বানকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুহিতকে ২৯ জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আতিকুল আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৫ জুলাই বানকো সিকিউরিটিজের পরিচালকদের সংশ্লিষ্ট ১০ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে কেন্দ্রীয় ব্যাংক। যেসব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সেগুলো হলো—বানকো সিকিউরিটিজ, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সুব্রা সিস্টেমস, সুব্রা ফ্যাশনস, বানকো পাওয়ার, বানকো এনার্জি জেনারেশন, বানকো স্মার্ট সল্যুশন, ক্লাসিক ফুড ল্যাব, অ্যামুলেট ফার্মাসিউটিক্যালস ও সামিট প্রপার্টিজ লিমিটেড। 

অর্থ আত্মসাতের ঘটনার পর থেকে দুই বছর অতিবাহিত হলেও বানকো সিকিউরিটিজের কার্যক্রম বন্ধ রয়েছে। ইতিমধ্যে লিংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি থেকে অন্য ব্রোকারেজ হাউসে শেয়ার স্থানান্তর করে নিয়েছেন বিনিয়োগকারীরা। তবে যেসব বিনিয়োগকারীদের নগদ টাকা এবং শেয়ার বিক্রির টাকা আত্মসাৎ করা হয়েছে তাঁরা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত