সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশের চলাচলের পথ দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বেসরকারি প্রতিষ্ঠান ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ওই জায়গা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) হলেও তারা বা উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ মহাসড়কের পাশের চলাচলের পুরো জায়গা দখল করে ঢালাইয়ের মাধ্যমে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এসব দেখেও কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে তা এড়িয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, তারা যেখানে স্থাপনা নির্মাণের কাজ করছে, তারও পশ্চিমে তাদের প্রতিষ্ঠানের তিন ফুট জায়গা রয়েছে। তারা সে তিন ফুট জায়গা ছেড়ে দিয়ে স্থাপনা নির্মাণ করছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শওকত বলেন, ‘মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির অবৈধ স্থাপনা নির্মাণকাজ ৮-১০ দিন ধরে চলছে। ফলে মহাসড়কের পাশ দিয়ে চলাচলের পথ সংকীর্ণ হয়ে যাচ্ছে। প্রশাসন ও সওজের লোকজন তা দেখেও না দেখার ভান করছে।’
ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. গোলাম মাওলা সওজের জায়গা দখলের বিষয়টি অস্বীকার করেছেন। গোলাম মাওলা বলেন, ‘আমরা যে জায়গায় স্থাপনা নির্মাণ করছি, তা প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা। এতে সওজের কোনো জায়গা নেই। স্থাপনা নির্মাণ করতে গিয়ে আমরা তিন ফুট জায়গা ছেড়েও দিয়েছি।’
সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. রোকন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সওজের জায়গা দখল করে প্রতিষ্ঠানটি কোনো স্থাপনা নির্মাণ করছে কি না, জানা নেই। তবে ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের আগের নির্মিত সীমানাপ্রাচীরের বাইরে এক ইঞ্চিও জায়গা নেই।আমি ঘটনাস্থল পরিদর্শন করব। সরকারি জমিতে স্থাপনা নির্মাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘সওজের জায়গা দখলের তথ্য আমার জানা নেই। খোঁজখবর নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেব।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশের চলাচলের পথ দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বেসরকারি প্রতিষ্ঠান ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ওই জায়গা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) হলেও তারা বা উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেসরকারি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ মহাসড়কের পাশের চলাচলের পুরো জায়গা দখল করে ঢালাইয়ের মাধ্যমে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এসব দেখেও কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে তা এড়িয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, তারা যেখানে স্থাপনা নির্মাণের কাজ করছে, তারও পশ্চিমে তাদের প্রতিষ্ঠানের তিন ফুট জায়গা রয়েছে। তারা সে তিন ফুট জায়গা ছেড়ে দিয়ে স্থাপনা নির্মাণ করছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শওকত বলেন, ‘মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির অবৈধ স্থাপনা নির্মাণকাজ ৮-১০ দিন ধরে চলছে। ফলে মহাসড়কের পাশ দিয়ে চলাচলের পথ সংকীর্ণ হয়ে যাচ্ছে। প্রশাসন ও সওজের লোকজন তা দেখেও না দেখার ভান করছে।’
ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. গোলাম মাওলা সওজের জায়গা দখলের বিষয়টি অস্বীকার করেছেন। গোলাম মাওলা বলেন, ‘আমরা যে জায়গায় স্থাপনা নির্মাণ করছি, তা প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা। এতে সওজের কোনো জায়গা নেই। স্থাপনা নির্মাণ করতে গিয়ে আমরা তিন ফুট জায়গা ছেড়েও দিয়েছি।’
সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. রোকন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সওজের জায়গা দখল করে প্রতিষ্ঠানটি কোনো স্থাপনা নির্মাণ করছে কি না, জানা নেই। তবে ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের আগের নির্মিত সীমানাপ্রাচীরের বাইরে এক ইঞ্চিও জায়গা নেই।আমি ঘটনাস্থল পরিদর্শন করব। সরকারি জমিতে স্থাপনা নির্মাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘সওজের জায়গা দখলের তথ্য আমার জানা নেই। খোঁজখবর নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেব।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৭ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৮ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৯ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫