অরূপ রায়, সাভার
ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ডের অদূরে মডেল মসজিদের পাশে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের আড়াই একর সরকারি জমি দখলের চেষ্টা চালাচ্ছে কতিপয় প্রভাবশালী। তাঁরা ওই জমি নিজেদের দাবি করে গত মঙ্গলবার সেখানে সাইনবোর্ড টাঙিয়ে কাঁটাতারের বেড়া দেয়। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সাইনবোর্ড ও কাঁটাতার জব্দ করে নিয়ে যায়।
সাভার উপজেলা ভূমি কার্যালয় ও রাজালাখ হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদের কার্যালয় সূত্রে জানা গেছে, ছোট বলিমেহের মৌজার ৯ একর ২৪ শতাংশ ভূমি ১৯৭১ সালে সাভার হর্টিকালচার সেন্টারকে লিজ দেওয়া হয়। এর মধ্যে ২ একর ৬৫ শতাংশ ভূমি ছিল জলাশয়। বছর দেড়েক আগে যা ভরাট করে একপাশে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। জলাশয়ের অবশিষ্ট ২ একর ২২ শতাংশ জমিতে কয়েক দিন আগে জমির মালিকানা দাবি করে খানকা শরিফের পক্ষে আব্দুল কাদের ও ফিরোজ মিয়ার নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
গত মঙ্গলবার সকালে কতিপয় ব্যক্তি কাঁটাতারের বেড়া দিয়ে ওই ভূমি দখলের চেষ্টা চালান। এ সময় পৌর এলাকার ইমান্দিপুরের আব্দুর রশীদ নামে এক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তাঁর নেতৃত্বে শ্রমিকেরা বেড়া দিচ্ছিলেন। পরে খবর পেয়ে ওই দিনই সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড ও কাঁটাতারের বেড়া জব্দ করে নিয়ে যান।
জানতে চাইলে আব্দুর রশীদ বলেন, ‘এই জমির মালিক আমার পূর্বপুরুষেরা। ভুল করে তা সরকারি জমি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। তাই কাঁটাতারের বেড়া দিয়ে জমির দখল নিচ্ছি।’
স্থানীয়রা জানান, দীর্ঘদিন জলাশয়ের জায়গাটি উন্মুক্ত ছিল। কয়েক বছর ধরে পৌরসভার আবর্জনা ফেলে তা ভরাট করা হয়। এরপর থেকে ওই জমি দখলের পাঁয়তারা চলছে।
সাভার রাজালাখ হর্টিকালচারের দায়িত্বে থাকা উপপরিচালক এম এম এ সালাম বলেন, ‘জলাশয় টুকো যত দিন আমাদের দখলে ছিল তত দিন কেউ ভরাট বা দখল করতে আসেনি। মসজিদ নির্মাণের পর থেকে একটি মহল তা দখলের চেষ্টা চালাচ্ছে।’
জানতে চাইলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন বলেন, মডেল মসজিদের পাশে পড়ে থাকা ২ একর ২২ শতাংশ জমির মালিক সরকার। ওই জমি দখলের চেষ্টার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন আরও বলেন, মডেল মসজিদের পাশে সাভার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে নির্মাণকাজ শুরু হবে।
ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ডের অদূরে মডেল মসজিদের পাশে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের আড়াই একর সরকারি জমি দখলের চেষ্টা চালাচ্ছে কতিপয় প্রভাবশালী। তাঁরা ওই জমি নিজেদের দাবি করে গত মঙ্গলবার সেখানে সাইনবোর্ড টাঙিয়ে কাঁটাতারের বেড়া দেয়। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সাইনবোর্ড ও কাঁটাতার জব্দ করে নিয়ে যায়।
সাভার উপজেলা ভূমি কার্যালয় ও রাজালাখ হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদের কার্যালয় সূত্রে জানা গেছে, ছোট বলিমেহের মৌজার ৯ একর ২৪ শতাংশ ভূমি ১৯৭১ সালে সাভার হর্টিকালচার সেন্টারকে লিজ দেওয়া হয়। এর মধ্যে ২ একর ৬৫ শতাংশ ভূমি ছিল জলাশয়। বছর দেড়েক আগে যা ভরাট করে একপাশে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। জলাশয়ের অবশিষ্ট ২ একর ২২ শতাংশ জমিতে কয়েক দিন আগে জমির মালিকানা দাবি করে খানকা শরিফের পক্ষে আব্দুল কাদের ও ফিরোজ মিয়ার নামে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
গত মঙ্গলবার সকালে কতিপয় ব্যক্তি কাঁটাতারের বেড়া দিয়ে ওই ভূমি দখলের চেষ্টা চালান। এ সময় পৌর এলাকার ইমান্দিপুরের আব্দুর রশীদ নামে এক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তাঁর নেতৃত্বে শ্রমিকেরা বেড়া দিচ্ছিলেন। পরে খবর পেয়ে ওই দিনই সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড ও কাঁটাতারের বেড়া জব্দ করে নিয়ে যান।
জানতে চাইলে আব্দুর রশীদ বলেন, ‘এই জমির মালিক আমার পূর্বপুরুষেরা। ভুল করে তা সরকারি জমি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। তাই কাঁটাতারের বেড়া দিয়ে জমির দখল নিচ্ছি।’
স্থানীয়রা জানান, দীর্ঘদিন জলাশয়ের জায়গাটি উন্মুক্ত ছিল। কয়েক বছর ধরে পৌরসভার আবর্জনা ফেলে তা ভরাট করা হয়। এরপর থেকে ওই জমি দখলের পাঁয়তারা চলছে।
সাভার রাজালাখ হর্টিকালচারের দায়িত্বে থাকা উপপরিচালক এম এম এ সালাম বলেন, ‘জলাশয় টুকো যত দিন আমাদের দখলে ছিল তত দিন কেউ ভরাট বা দখল করতে আসেনি। মসজিদ নির্মাণের পর থেকে একটি মহল তা দখলের চেষ্টা চালাচ্ছে।’
জানতে চাইলে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন বলেন, মডেল মসজিদের পাশে পড়ে থাকা ২ একর ২২ শতাংশ জমির মালিক সরকার। ওই জমি দখলের চেষ্টার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন আরও বলেন, মডেল মসজিদের পাশে সাভার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে নির্মাণকাজ শুরু হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫