Ajker Patrika

রংপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে বাধা, পদক্ষেপ নিতে রিট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রংপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে বাধা, পদক্ষেপ নিতে রিট 

রংপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে পার্কে ঢুকতে না দেওয়ার ঘটনায় ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে সব সরকারি পার্কে বিনামূল্যে এবং বেসরকারি পার্কে ৫০ শতাংশ ছাড়ে প্রবেশের সুযোগ চাওয়া হয়েছে।

এ ছাড়া বিনোদন পার্ক, শপিং কমপ্লেক্স, রেস্টুরেন্ট, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশাধিকার এবং বিশেষ যন্ত্রপাতি ও হুইল চেয়ার চলাচলের জন্য র‍্যাম্প রাখারও নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা ও ফয়সাল আহমেদ রনি গতকাল সোমবার জনস্বার্থে এ রিট করেন।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি জানান তনয় কুমার। তিনি বলেন, ‘বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চে আবেদনটি আগামী সপ্তাহে শুনানি হতে পারে।’

গত ৭ মে একটি জাতীয় দৈনিকে ‘পার্কে ঢুকতে দেওয়া হলো না বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। মায়ের সঙ্গে রংপুরের চিকলি ওয়াটার পার্কে গেলে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক ১১ বছরের শিশুকে ভেতরে ঢুকতে দেয়নি পার্ক কর্তৃপক্ষ।

ওই প্রতিবেদন যুক্ত করা হয়েছে রিটে। এতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্বরাষ্ট্র সচিব, রংপুর সিটি করপোরেশনের মেয়র, রংপুরের জেলা প্রশাসক, চিকলী ওয়াটার পার্কের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত