Ajker Patrika

দেশে মাদক পরিস্থিতি খুবই নাজুক, বললেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুন ২০২৩, ২২: ৪২
দেশে মাদক পরিস্থিতি খুবই নাজুক, বললেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী

দেশে মাদক পরিস্থিতি খুবই নাজুক বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। 

আজ মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মন্ত্রী মোজাম্মেল হক। 

মোজাম্মেল হক বলেন, দেশে মাদক পরিস্থিতি খুবই নাজুক। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। মাদককে নিরুৎসাহী করতে গণমাধ্যমের সহযোগিতাও প্রয়োজন। 

রোহিঙ্গা শিবিরে অপরাধ বেড়ে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা শরণার্থী। তারা মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। শরণার্থী হওয়ায় তাদের দেশের প্রচলিত আইনে বিচার বা মামলা করা সম্ভব হচ্ছে না।’ 

দেশে নামসর্বস্ব অনলাইন পত্রিকা নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী বলেন, দেশে চলমান সবগুলো অনলাইন পত্রিকা রেজিস্ট্রেশনের আওতায় আনতে সময় দেওয়া হবে। যেসব অনলাইন রেজিস্ট্রেশনের বাইরে থাকবে, সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত