নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে খুলনার ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।
দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ ও কামাল উদ্দিন গোলদারকে রায় ঘোষণার আগে কারগার থেকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে আতিয়ার রহমানকে আনা হয় অ্যাম্বুল্যান্সে করে। রায় ঘোষণার সময় এজলাস কক্ষে তাঁকে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা গেছে। আর বাকি আসামিরা কাঠগড়ায় চেয়ারে বসে ছিলেন। আরেক আসামি নজরুল ইসলাম পলাতক।
সকাল সাড়ে ১০টার দিকে ২০৩ পৃষ্ঠার রায় পড়া শুরু হয়। রায়ের প্রথম অংশ পাঠ করেন বিচারপতি কেএম হাফিজুল আলম। দ্বিতীয় অংশ পাঠ করেন বিচারপতি আবু আহমেদ জমাদার। রায় পড়ার আগে তিনি বলেন, ‘কোনো অপরাধীর বর্তমান বয়স বিবেচনায় বিচার হচ্ছে না। বিচার হচ্ছে একাত্তর সালের অপরাধের। ৫১ বছর আগে তাঁদের শারীরিক অবস্থা এরকম ছিল না।’ রায়ের মূল অংশ পাঠ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
রায় ঘোষণার পর প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেন, ‘আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে ছয় আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে আমরা সন্তুষ্ট।’
আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’
এর আগে গত মঙ্গলবার ছয় আসামির রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে খুলনার ছয় আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।
দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ ও কামাল উদ্দিন গোলদারকে রায় ঘোষণার আগে কারগার থেকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে আতিয়ার রহমানকে আনা হয় অ্যাম্বুল্যান্সে করে। রায় ঘোষণার সময় এজলাস কক্ষে তাঁকে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা গেছে। আর বাকি আসামিরা কাঠগড়ায় চেয়ারে বসে ছিলেন। আরেক আসামি নজরুল ইসলাম পলাতক।
সকাল সাড়ে ১০টার দিকে ২০৩ পৃষ্ঠার রায় পড়া শুরু হয়। রায়ের প্রথম অংশ পাঠ করেন বিচারপতি কেএম হাফিজুল আলম। দ্বিতীয় অংশ পাঠ করেন বিচারপতি আবু আহমেদ জমাদার। রায় পড়ার আগে তিনি বলেন, ‘কোনো অপরাধীর বর্তমান বয়স বিবেচনায় বিচার হচ্ছে না। বিচার হচ্ছে একাত্তর সালের অপরাধের। ৫১ বছর আগে তাঁদের শারীরিক অবস্থা এরকম ছিল না।’ রায়ের মূল অংশ পাঠ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
রায় ঘোষণার পর প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেন, ‘আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে ছয় আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে আমরা সন্তুষ্ট।’
আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’
এর আগে গত মঙ্গলবার ছয় আসামির রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫