Ajker Patrika

কালিজিরা নদীর বালু তুলে আশ্রয়ণের জমি ভরাট

খান রফিক, বরিশাল
কালিজিরা নদীর বালু তুলে আশ্রয়ণের জমি ভরাট

বরিশালে নদীর বালু তুলে আশ্রয়ণ প্রকল্পের উন্নয়নকাজ করার অভিযোগ উঠেছে। জেলার বাবুগঞ্জের কালিজিরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পার্শ্ববর্তী উপজেলা উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের শংকরপুর আশ্রয়ণ প্রকল্পের জমি ভরাট করা হচ্ছে। গত এক সপ্তাহ ধরে নদীটি থেকে দেদার বালু তোলায় হুমকিতে পড়েছে আশপাশের ফসলি জমি। অভিযোগ উঠেছে, সরকারি কর্মকর্তাদের মদদে নদী কেটে এভাবে বালু ভরাট চলছে।

জানা গেছে, উজিরপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীনদের জন্য চলমান গুঠিয়া ইউনিয়নের শংকরপুর এলাকায় ১৪টি ঘরের নির্মাণকাজ চলছে। ওই প্রকল্পের জমি ভরাট করার জন্য পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার কালিজিরা নদীর বালু অবৈধভাবে কাটছে ঠিকাদার ও ড্রেজার মালিক হিরন সিকদার। উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরন সিকদার। অবশ্য খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোববার বালু উত্তোলন বন্ধ করে দেন। এরপরও গতকাল সোমবার থেকে আবার বালু উত্তোলন পুরোদমে শুরু হয়।

এ প্রসঙ্গে ড্রেজার মালিক হিরন সিকদার বলেন, উজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা অয়ন শাহের নির্দেশে কালিজিরা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আশ্রয়ণ প্রকল্পের জমি ভরাট করছেন। এর বেশি বলতে চাননি তিনি।

জানা গেছে, সরকারি প্রকল্পের জমি ভরাট বাবদ মোটা অঙ্কের অর্থ লোপাট করার জন্য নদী কেটে বালু উত্তোলন করছে কয়েকজন সরকারি কর্মকর্তা ও কর্মচারী। পিআইও এর নেতৃত্ব দিচ্ছেন।

স্থানীয় ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্পের কাজ উজিরপুরে। কিন্তু নদীর বালু কাটছে বাবুগঞ্জের। এতে বাবুগঞ্জ উপজেলার পশ্চিম দেহেরগতি লন্ডন স্কুলের পাশে কালিজিরা নদীভাঙনের মুখে পড়েছে। এভাবে অনবরত বালু কাটলে আশপাশে কয়েক হাজার একর বরজ দেবে যাবে।

সেখানকার চাষি ইউসুফ আলী, আইয়ুব আলী, মো. বশির বলেন, কালিজিরা নদী ধীরে ধীরে ভেঙে এর মানচিত্র পাল্টে গেছে। তার ওপর নদীর বালু কেটে সরকারিভাবে ঘর করার জন্য জমি ভরাট চলছে। এভাবে বালু উত্তোলন করলে ফসলি জমি বিলীন হয়ে যাবে। উজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন শাহকে এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করে পরিচয় জেনে কেটে দেন। এরপর আর ফোন ধরেননি পিআইও অয়ন।

বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস জানান, তিনি খবর পেয়ে রোববার বালু উত্তোলন বন্ধ করে দিয়েছিলেন।অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। নতুন করে বালু তুলছে কি না খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। তিরি বলেন, যেহেতু সীমান্ত এলাকায় সেহেতু উজিরপুরের কোনো আশ্রয়ণ প্রকল্পের জন্য বালু উত্তোলন করা হচ্ছে তা তাঁর জানা নেই।

এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন সাংবাদিকদের জানান, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনা তাঁর জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত