কামাল হোসেন, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে ‘খাজরা খেয়াঘাট থেকে আমাদি আবাসন অভিমুখে সড়ক পাকাকরণ’ প্রকল্পে বরাদ্দ ছিল দুই লাখ টাকা। কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতায় ওই প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। তবে বরাদ্দের অর্থ তুলে নেওয়া হয়েছে।
খেয়ামাঝি আবু মুছা জানান, রাস্তাটি সংস্কার না হওয়ায় খেয়াঘাটে যাতায়াতকারীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছে। একই ইউনিয়নের ‘দাশপাড়া শ্মশানের মাটি ভরাট ও রাস্তা ইট সলিং দ্বারা উন্নয়ন’ প্রকল্পে বরাদ্দ দুই লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। সেখানেও কোনো কাজ হতে দেখা যায়নি।
জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুজ্জামান ঢালী বলেন, বরাদ্দের অর্থ পাওয়া যায়নি। সেখানে কিছু মাটির কাজ করা হয়েছে।
কেবল এ দুটি প্রকল্প নয়। উপজেলার সাতটি ইউনিয়নে ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় কাবিখা, কাবিটা ও টিআরের ৩৬৫টি প্রকল্প বাস্তবায়নে এমন অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিন এসব প্রকল্প এলাকায় ঘুরে দেখা গেছে, কিছু প্রকল্পের অস্তিত্ব নেই এবং কিছু প্রকল্পে কোনো কাজই হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবছরে এসব প্রকল্প বাস্তবায়নে ৩ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৭৭৬ টাকা, ৩৩৭ টন চাল ও ২০৭ মেট্রিক টন গম বরাদ্দ আসে। কাজ সম্পন্ন দেখিয়ে সব বরাদ্দ তুলে নেওয়া হয়েছে।
সম্প্রতি বেশ কয়েকটি প্রকল্প এলাকায় সরেজমিন ঘুরে কিছু স্থানে প্রকল্পের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। ইউএনও মো. রোকনুজ্জামান বলেন, ‘আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। এখনো এসব বিষয়ে জানতে পারিনি। অনিয়মের ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখব।’
খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে ‘খাজরা খেয়াঘাট থেকে আমাদি আবাসন অভিমুখে সড়ক পাকাকরণ’ প্রকল্পে বরাদ্দ ছিল দুই লাখ টাকা। কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির আওতায় ওই প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। তবে বরাদ্দের অর্থ তুলে নেওয়া হয়েছে।
খেয়ামাঝি আবু মুছা জানান, রাস্তাটি সংস্কার না হওয়ায় খেয়াঘাটে যাতায়াতকারীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছে। একই ইউনিয়নের ‘দাশপাড়া শ্মশানের মাটি ভরাট ও রাস্তা ইট সলিং দ্বারা উন্নয়ন’ প্রকল্পে বরাদ্দ দুই লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। সেখানেও কোনো কাজ হতে দেখা যায়নি।
জানতে চাইলে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুজ্জামান ঢালী বলেন, বরাদ্দের অর্থ পাওয়া যায়নি। সেখানে কিছু মাটির কাজ করা হয়েছে।
কেবল এ দুটি প্রকল্প নয়। উপজেলার সাতটি ইউনিয়নে ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় কাবিখা, কাবিটা ও টিআরের ৩৬৫টি প্রকল্প বাস্তবায়নে এমন অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিন এসব প্রকল্প এলাকায় ঘুরে দেখা গেছে, কিছু প্রকল্পের অস্তিত্ব নেই এবং কিছু প্রকল্পে কোনো কাজই হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবছরে এসব প্রকল্প বাস্তবায়নে ৩ কোটি ৮৬ লাখ ৬৭ হাজার ৭৭৬ টাকা, ৩৩৭ টন চাল ও ২০৭ মেট্রিক টন গম বরাদ্দ আসে। কাজ সম্পন্ন দেখিয়ে সব বরাদ্দ তুলে নেওয়া হয়েছে।
সম্প্রতি বেশ কয়েকটি প্রকল্প এলাকায় সরেজমিন ঘুরে কিছু স্থানে প্রকল্পের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। ইউএনও মো. রোকনুজ্জামান বলেন, ‘আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। এখনো এসব বিষয়ে জানতে পারিনি। অনিয়মের ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখব।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪