নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালামাল সাপ্লাই না দিয়ে ও ঠিকাদারি কাজ অসম্পন্ন রেখে প্রকল্পের ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর শ্যামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস প্রকল্পে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকীর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমান ও উপসহকারী পরিচালক মো. জাবেদ হোসেন সজল এই অভিযান পরিচালনা করেন।
দুদক সূত্রে জানা যায়, শ্যামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস নামক ল্যাবরেটরি প্রকল্পের কাজ সম্পন্ন করার আগে অতিরিক্ত অর্থ ছাড়, টক্সিকোলজি ল্যাবে মেশিন সরবরাহ না করে ভুয়া বিল ভাউচারে কাগুজে অর্থ ছাড়, সংস্থাটির ১০টি ল্যাবরেটরির যন্ত্রপাতি কেনাকাটায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এই অভিযান পরিচালনা করে দুদক।
অভিযানের বিষয়ে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, কেন্দ্রীয় এই প্যাকিং হাউসের টক্সিকোলজি ল্যাবে নতুন ১৮টি মেশিন সরবরাহ করার কথা ঠিকাদার প্রতিষ্ঠান কার্নেল ইন্টারন্যাশনালের। মেশিন সরবরাহ না করেই প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় কোষাগার থেকে মেশিন সরবরাহ বাবদ উত্তোলন করে ১১ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা।
দুদকের উপপরিচালক আরও জানান, অভিযানকালে রেকর্ডপত্রের প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভবন নির্মাণে শুধু পাইলিংয়ের কাজ হলেও দুইতলা সিভিল ওয়ার্কের ১২ কোটি টাকার মধ্যে ৪ কোটি ৭৫ লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মালটিবিজ ইন্টারন্যাশনাল।
এ ছাড়া, টক্সিকোলজি ল্যাবের মেশিন সরবরাহ সম্পর্কিত অনিয়মের অভিযোগের সংশ্লেষে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্ট সূত্রটি।
কেন্দ্রীয় প্যাকিং হাউস আধুনিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) এস এম খালিদ সাইফুল্লাহর ফোন নম্বরে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।
২০২১ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস আধুনিকায়ন প্রকল্প হাতে নেয় সরকার। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৫৮ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৫ সালের জুনে। তবে প্রকল্পটি শুরু হওয়ার পর থেকেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠতে থাকে।
আরও খবর পড়ুন:
মালামাল সাপ্লাই না দিয়ে ও ঠিকাদারি কাজ অসম্পন্ন রেখে প্রকল্পের ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর শ্যামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস প্রকল্পে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকীর নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমান ও উপসহকারী পরিচালক মো. জাবেদ হোসেন সজল এই অভিযান পরিচালনা করেন।
দুদক সূত্রে জানা যায়, শ্যামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস নামক ল্যাবরেটরি প্রকল্পের কাজ সম্পন্ন করার আগে অতিরিক্ত অর্থ ছাড়, টক্সিকোলজি ল্যাবে মেশিন সরবরাহ না করে ভুয়া বিল ভাউচারে কাগুজে অর্থ ছাড়, সংস্থাটির ১০টি ল্যাবরেটরির যন্ত্রপাতি কেনাকাটায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এই অভিযান পরিচালনা করে দুদক।
অভিযানের বিষয়ে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, কেন্দ্রীয় এই প্যাকিং হাউসের টক্সিকোলজি ল্যাবে নতুন ১৮টি মেশিন সরবরাহ করার কথা ঠিকাদার প্রতিষ্ঠান কার্নেল ইন্টারন্যাশনালের। মেশিন সরবরাহ না করেই প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় কোষাগার থেকে মেশিন সরবরাহ বাবদ উত্তোলন করে ১১ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা।
দুদকের উপপরিচালক আরও জানান, অভিযানকালে রেকর্ডপত্রের প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভবন নির্মাণে শুধু পাইলিংয়ের কাজ হলেও দুইতলা সিভিল ওয়ার্কের ১২ কোটি টাকার মধ্যে ৪ কোটি ৭৫ লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মালটিবিজ ইন্টারন্যাশনাল।
এ ছাড়া, টক্সিকোলজি ল্যাবের মেশিন সরবরাহ সম্পর্কিত অনিয়মের অভিযোগের সংশ্লেষে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্ট সূত্রটি।
কেন্দ্রীয় প্যাকিং হাউস আধুনিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) এস এম খালিদ সাইফুল্লাহর ফোন নম্বরে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।
২০২১ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস আধুনিকায়ন প্রকল্প হাতে নেয় সরকার। এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৫৮ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৫ সালের জুনে। তবে প্রকল্পটি শুরু হওয়ার পর থেকেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠতে থাকে।
আরও খবর পড়ুন:
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪