নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক আক্রাম হোসেন ও কর্মকর্তা আলমগীর হোসেনের বিরুদ্ধে উন্নয়নের নামে লুটপাট ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে জেলা প্রশাসক বরাবর ৩ নভেম্বর লিখিত অভিযোগ করেন স্থানীয় হোয়াইট স্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল আলম। গত বুধবার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হোয়াইট স্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল আলম বিসিক শিল্পনগরীতে ২০১৮ সালের মার্চে ৯ হাজার ৫০৬ বর্গফুটের দুটি প্লট বরাদ্দ পান। তাঁর প্লটসহ পাশের আরও কয়েকটি প্লটে মাটি ভরাটের জন্য ২৫ লাখ টাকার টেন্ডার হয়। কিন্তু বিসিক শিল্পনগরীর তৎকালীন উপব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন ও কর্মকর্তা আলমগীর হোসেন মাটি ভরাটের কাজ না করেই মোটা অঙ্কের ঘুষ নিয়ে ঠিকাদারকে প্রত্যয়ন দিয়ে দেন। এরপর ২০২১ সালের শেষের দিকে মাটি ভরাটের জন্য আবারও ১২ লাখ টাকার টেন্ডার হয়। এই টেন্ডারেও তাঁর প্লটে মাটি ভরাট না করেই বর্তমান উপব্যবস্থাপক আক্রাম হোসেন ও কর্মকর্তা আলমগীর হোসেন ঠিকাদারকে প্রত্যয়ন প্রদান করেছেন।
এ ছাড়া বিভিন্ন শিল্প ইউনিট ত্রিপক্ষীয় চুক্তি ছাড়াই অন্যত্র ভাড়া দেওয়া, বিসিকের সরকারি মিটার থেকে আট-নয়জন শিল্পমালিককে অবৈধ সংযোগ প্রদান করে তাঁদের কাছ থেকে মাসোহারা নেওয়ার বিষয়েও বিসিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এদিকে বিসিক শিল্পনগরীর কর্মকর্তা আলমগীর হোসেন অফিসে না এসে বাড়িতে বসে অফিস করার অভিযোগ করেছেন ফখরুল আলম।
এ বিষয়ে নেত্রকোনা বিসিকের উপব্যবস্থাপক আক্রাম হোসেন বলেন, ২০১৬ সালে বিসিক শিল্পনগরীতে মাটি ভরাটের জন্য ১৯ লাখ ৯৯ হাজার ৯০৬ টাকা চুক্তিমূল্যে মেসার্স প্যারাগন ইন্টারন্যাশনাল কার্যাদেশ পায়। এর মধ্যে ১৩ লাখ ৮৩ হাজার ৪৯৩ টাকার মাটি ভরাট করা হয়। আর বাকি টাকায় রাস্তা সম্প্রসারণের কাজ করা হয়।
অভিযোগকারী ফখরুল আলম বলেন, ‘জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি। এখন আদালতেও মামলা করব।’ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক আক্রাম হোসেন ও কর্মকর্তা আলমগীর হোসেনের বিরুদ্ধে উন্নয়নের নামে লুটপাট ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে জেলা প্রশাসক বরাবর ৩ নভেম্বর লিখিত অভিযোগ করেন স্থানীয় হোয়াইট স্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল আলম। গত বুধবার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হোয়াইট স্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল আলম বিসিক শিল্পনগরীতে ২০১৮ সালের মার্চে ৯ হাজার ৫০৬ বর্গফুটের দুটি প্লট বরাদ্দ পান। তাঁর প্লটসহ পাশের আরও কয়েকটি প্লটে মাটি ভরাটের জন্য ২৫ লাখ টাকার টেন্ডার হয়। কিন্তু বিসিক শিল্পনগরীর তৎকালীন উপব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন ও কর্মকর্তা আলমগীর হোসেন মাটি ভরাটের কাজ না করেই মোটা অঙ্কের ঘুষ নিয়ে ঠিকাদারকে প্রত্যয়ন দিয়ে দেন। এরপর ২০২১ সালের শেষের দিকে মাটি ভরাটের জন্য আবারও ১২ লাখ টাকার টেন্ডার হয়। এই টেন্ডারেও তাঁর প্লটে মাটি ভরাট না করেই বর্তমান উপব্যবস্থাপক আক্রাম হোসেন ও কর্মকর্তা আলমগীর হোসেন ঠিকাদারকে প্রত্যয়ন প্রদান করেছেন।
এ ছাড়া বিভিন্ন শিল্প ইউনিট ত্রিপক্ষীয় চুক্তি ছাড়াই অন্যত্র ভাড়া দেওয়া, বিসিকের সরকারি মিটার থেকে আট-নয়জন শিল্পমালিককে অবৈধ সংযোগ প্রদান করে তাঁদের কাছ থেকে মাসোহারা নেওয়ার বিষয়েও বিসিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। এদিকে বিসিক শিল্পনগরীর কর্মকর্তা আলমগীর হোসেন অফিসে না এসে বাড়িতে বসে অফিস করার অভিযোগ করেছেন ফখরুল আলম।
এ বিষয়ে নেত্রকোনা বিসিকের উপব্যবস্থাপক আক্রাম হোসেন বলেন, ২০১৬ সালে বিসিক শিল্পনগরীতে মাটি ভরাটের জন্য ১৯ লাখ ৯৯ হাজার ৯০৬ টাকা চুক্তিমূল্যে মেসার্স প্যারাগন ইন্টারন্যাশনাল কার্যাদেশ পায়। এর মধ্যে ১৩ লাখ ৮৩ হাজার ৪৯৩ টাকার মাটি ভরাট করা হয়। আর বাকি টাকায় রাস্তা সম্প্রসারণের কাজ করা হয়।
অভিযোগকারী ফখরুল আলম বলেন, ‘জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি। এখন আদালতেও মামলা করব।’ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
২ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
৯ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫