মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে রেললাইনের পাশের জমিতে যেনতেন ঘর নির্মাণের হিড়িক পড়েছে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত নতুন লাইন নির্মাণের খবরে জমির মালিকেরা বাড়তি ক্ষতিপূরণের আশায় এই ঘর নির্মাণ করেন।
অভিযোগ রয়েছে, সম্ভাব্যতা যাচাইয়ের কাজে নিয়োজিত সংস্থার কিছু কর্মকর্তা-কর্মচারী নতুন স্থাপনা তৈরিতে স্থানীয়দের উৎসাহিত করছেন। তবে জয়দেবপুর-ঈশ্বরদী রেললাইন প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, এই ঝামেলা এড়াতে জমি অধিগ্রহণের আগেই স্যাটেলাইটের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ছবি ও ভিডি করে তা সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, জয়দেবপুর থেকে ঈশ্বরদী নতুন রেললাইন নির্মাণ প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স অ্যানালাইসিস সেন্টার লিমিটেড নামের একটি সংস্থা এই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে। শিগগিরই জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। যেনতেন এই স্থাপনা নির্মাণে প্রকল্পের জরিপসহ অধিগ্রহণ কাজে নিয়োজিতদের যোগসাজশের অভিযোগ রয়েছে। মির্জাপুর উপজেলার ভানুয়াবহ, রশিদ দেওহাটা, বাওয়ার কুমারজানী এবং গোড়াইল দক্ষিণপাড়া গ্রামে রেললাইনের দুই পাশে বেশ কয়েকটি পাকা ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার ভানুয়াবহ, রশিদ দেওহাটা, বাওয়ার কুমারজানী এবং গোড়াইল দক্ষিণপাড়া গ্রামে রেললাইনের দুই পাশে বেশ কয়েকটি পাকা ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। রশিদ দেওহাটা গ্রামের বাবুল সড়কের উত্তর পাশে রেললাইনের পাশের বাসিন্দা সাইদুর রহমান, এমারত হোসেন ও আসলাম মিয়া তাঁদের আধা পাকা ঘরের টিনের চাল খুলে নিম্নমানের উপকরণ ব্যবহার করে রাতারাতি ছাদ ঢালাই করেন। এর মধ্যে দুটি আধা পাকা ঘরের চালা খুলে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ ছাড়া অন্য আরেকটিতে দোতলার ছাদ ঢালাই করা হচ্ছে।
তারা জানান, রেললাইনের কাজ হবে। একটু বাড়তি ক্ষতিপূরণের আশায় টিনের চালা খুলে ছাদ করেছি। রেললাইনের পাশের মনিহারি দোকানদার কবির হোসেন, গ্রামের বাসিন্দা সেলিম মিয়া ও আব্দুল জলিল জানান, ১০-১২ দিন আগে রেলের লোকজন এসে এলাকায় জমি চিহ্নিত করে রং দিয়ে গেছেন। এরপর থেকে অনেকেই নতুন ঘর তৈরি করছেন, আবার অনেকে আধা পাকা ঘরের টিনের চালা খুলে ছাদ করছেন। এদিকে গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রেললাইনের উত্তর পাশে বেশি ক্ষতিপূরণের আশায় স্থাপনা নির্মাণ করছেন অনেকে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে সম্ভাব্যতা যাচাইয়ের কাজে নিয়োজিত সংস্থার ওয়েবসাইটে থাকা মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তা কেউ রিসিভ করেননি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রকল্পের বিষয়ে এখনো আমি বেশি কিছু জানি না।’ তবে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।
টাঙ্গাইলের মির্জাপুরে রেললাইনের পাশের জমিতে যেনতেন ঘর নির্মাণের হিড়িক পড়েছে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত নতুন লাইন নির্মাণের খবরে জমির মালিকেরা বাড়তি ক্ষতিপূরণের আশায় এই ঘর নির্মাণ করেন।
অভিযোগ রয়েছে, সম্ভাব্যতা যাচাইয়ের কাজে নিয়োজিত সংস্থার কিছু কর্মকর্তা-কর্মচারী নতুন স্থাপনা তৈরিতে স্থানীয়দের উৎসাহিত করছেন। তবে জয়দেবপুর-ঈশ্বরদী রেললাইন প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, এই ঝামেলা এড়াতে জমি অধিগ্রহণের আগেই স্যাটেলাইটের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার ছবি ও ভিডি করে তা সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, জয়দেবপুর থেকে ঈশ্বরদী নতুন রেললাইন নির্মাণ প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স অ্যানালাইসিস সেন্টার লিমিটেড নামের একটি সংস্থা এই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে। শিগগিরই জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। যেনতেন এই স্থাপনা নির্মাণে প্রকল্পের জরিপসহ অধিগ্রহণ কাজে নিয়োজিতদের যোগসাজশের অভিযোগ রয়েছে। মির্জাপুর উপজেলার ভানুয়াবহ, রশিদ দেওহাটা, বাওয়ার কুমারজানী এবং গোড়াইল দক্ষিণপাড়া গ্রামে রেললাইনের দুই পাশে বেশ কয়েকটি পাকা ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার ভানুয়াবহ, রশিদ দেওহাটা, বাওয়ার কুমারজানী এবং গোড়াইল দক্ষিণপাড়া গ্রামে রেললাইনের দুই পাশে বেশ কয়েকটি পাকা ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। রশিদ দেওহাটা গ্রামের বাবুল সড়কের উত্তর পাশে রেললাইনের পাশের বাসিন্দা সাইদুর রহমান, এমারত হোসেন ও আসলাম মিয়া তাঁদের আধা পাকা ঘরের টিনের চাল খুলে নিম্নমানের উপকরণ ব্যবহার করে রাতারাতি ছাদ ঢালাই করেন। এর মধ্যে দুটি আধা পাকা ঘরের চালা খুলে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ ছাড়া অন্য আরেকটিতে দোতলার ছাদ ঢালাই করা হচ্ছে।
তারা জানান, রেললাইনের কাজ হবে। একটু বাড়তি ক্ষতিপূরণের আশায় টিনের চালা খুলে ছাদ করেছি। রেললাইনের পাশের মনিহারি দোকানদার কবির হোসেন, গ্রামের বাসিন্দা সেলিম মিয়া ও আব্দুল জলিল জানান, ১০-১২ দিন আগে রেলের লোকজন এসে এলাকায় জমি চিহ্নিত করে রং দিয়ে গেছেন। এরপর থেকে অনেকেই নতুন ঘর তৈরি করছেন, আবার অনেকে আধা পাকা ঘরের টিনের চালা খুলে ছাদ করছেন। এদিকে গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রেললাইনের উত্তর পাশে বেশি ক্ষতিপূরণের আশায় স্থাপনা নির্মাণ করছেন অনেকে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে সম্ভাব্যতা যাচাইয়ের কাজে নিয়োজিত সংস্থার ওয়েবসাইটে থাকা মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তা কেউ রিসিভ করেননি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রকল্পের বিষয়ে এখনো আমি বেশি কিছু জানি না।’ তবে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৯ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৯ দিন আগে