Ajker Patrika

টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১১: ২৭
টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালায় টিসিবির পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্রেতাদের মাঝে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি প্যাকেজের মধ্যে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল দেওয়ার কথা থাকলেও ডিলার মুকুন্দ ওয়েল মিলস প্রতি প্যাকেটে ২০০ থেকে ৪০০ গ্রাম করে কম দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন ক্রেতারা।

গতকাল শুক্রবার দুপুরে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রি করেন ডিলার মুকুন্দ ওয়েল মিলস। সেখানে ক্রেতাদের ওজনে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ক্রেতারা।

জানা গেছে, শুক্রবার তেঁতুলিয়া ইউনিয়নে কার্ডধারী ১০৪৯ জনের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করার সময় ডাল ও চিনিতে প্রতি প্যাকেটে ২০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত কম ছিল। এ সময় কার্ডধারীরা হট্টগোল শুরু করেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কার্ডধারী আড়ংপাড়া গ্রামের সাজ্জাত মোড়ল বলেন, ‘৪৬০ টাকা দিয়ে ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি কিনে ওজন দিয়ে দেখি ডাল ২০০ গ্রাম ও চিনি ৪৫০ গ্রাম কম।’

তেঁতুলিয়া গ্রামের মোজাম সরদার বলেন, ‘সরকার গরিব মানুষকে কম দামে পণ্য কেনার জন্য কার্ড দেছে, তাতেও ডিলাররা ওজনে কম দিচ্ছে। বিষয়টি তদন্ত করে অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

সাব ডিলার মদন কুমার সাধু বলেন, ‘আমরা ওজনে কম দিইনি। মাল ক্রয় করে গোডাউনে রেখেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ দায়িত্বে তার লোক দিয়ে প্যাকেট করিয়েছেন। তারা ওজনে কম দিলে আমাদের কিছু করার নেই।’

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘গরিব মানুষের পণ্য ওজনে কম দেওয়া খুবই দুঃখজনক। যে মাল কম দেওয়া হয়েছে তা আগামী কোটায় পুষিয়ে দেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘প্যাকেট প্রক্রিয়াজাত করার সময় ২০০ থেকে ৩০০ গ্রাম কম হতে পারে। ভবিষ্যতে যাতে কম না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য গত ২০ মার্চ থেকে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিসিবির পণ্য দেওয়া শুরু হয়েছে। এ উপজেলায় ১২ হাজার ৪০১ জনকে টিসিবির পণ্যের আওতায় আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত