মোহাম্মদ খলিলুর রহমান, বাজিতপুর
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মোট ২৯টি করাতকল রয়েছে; যার মধ্যে ২৪টিই অবৈধ। নতুন করাতকল স্থাপনে বন বিভাগের নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক হলেও বছরের পর বছর ধরে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই চলছে সেগুলো। অবৈধ করাতকলের বিদ্যুৎ-সংযোগ না দেওয়ার বিধান থাকলেও বেশির ভাগ কলেই রয়েছে বিদ্যুৎ।
উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, বাজিতপুরে ২৯টি করাতকলের মধ্যে নিবন্ধন আছে মাত্র ৫টির। বাকিগুলোর চলছে অবৈধভাবে। তবে বিদ্যুতের সুবিধাও পাচ্ছে অবৈধ কলগুলো।
সরেজমিনে দেখা গেছে, বাজিতপুর পৌরসভা এলাকায় ১৬টি, সরারচর ইউনিয়নে ৬, পিরিজপুর ইউনিয়নে ৪, হিলচিয়া ইউনিয়নে ৩টি করাতকল রয়েছে। এসব করাতকলের বেশির ভাগেরই অবস্থান ব্যস্ততম সড়কের পাশে ও বাজারে। সড়কের একাংশে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। ফলে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।
সরকারি নিয়ম অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ মিটারের মধ্যে করাতকল থাকার নিষেধাজ্ঞা থাকলেও অনেকে তা মানছেন না। সরারচর শিবনাথ উচ্চবিদ্যালয়ের মাঠ, সরারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনের অংশ দখল করে আছে করাতকলের গাছের গুঁড়িতে। দিনের পর দিন এভাবে চলে এলেও সেটি দেখার যেন কেউ নেই—এমন অভিযোগ সচেতন মহলের।
জানতে চাইলে করাতকলের মালিক তরিকুর রহিম তুফা বলেন, ‘আগে আমাদের লাইসেন্স ছিল। বাবা করাতকলটি ভাড়া দিলে তিনি আর নিবন্ধন নবায়ন করেননি। আমরা আবার চেষ্টা করছি নিবন্ধন করার। তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া কঠিন।’
বাজিতপুর উপজেলা বন কর্মকর্তা মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অবৈধ করাতকলগুলোর তালিকা করেছি। বাজিতপুর পৌরসভায় ১৬টির মধ্যে ৫টি লাইসেন্স আছে। ইউনিয়নে ১৩টির কোনো নিবন্ধন নেই। অবৈধ করাতকল বৈধ বিদ্যুৎ-সংযোগ পেতে পারে না। আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের চিঠি দিয়েছি বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার জন্য।’
পিডিবির নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ আলী বলেন, ‘তারা বৈধভাবেই বিদ্যুৎ-সংযোগ নিয়েছিল। সরকার নতুন নিয়ম করেছে, অবৈধ করাতকল বিদ্যুৎ-সংযোগ পাবে না। আমরা চিঠি পেয়েছি, আগামী মাসে ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন জানান, নিবন্ধনবিহীন করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। তাদের নিবন্ধন নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। নিবন্ধনবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মোট ২৯টি করাতকল রয়েছে; যার মধ্যে ২৪টিই অবৈধ। নতুন করাতকল স্থাপনে বন বিভাগের নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক হলেও বছরের পর বছর ধরে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই চলছে সেগুলো। অবৈধ করাতকলের বিদ্যুৎ-সংযোগ না দেওয়ার বিধান থাকলেও বেশির ভাগ কলেই রয়েছে বিদ্যুৎ।
উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, বাজিতপুরে ২৯টি করাতকলের মধ্যে নিবন্ধন আছে মাত্র ৫টির। বাকিগুলোর চলছে অবৈধভাবে। তবে বিদ্যুতের সুবিধাও পাচ্ছে অবৈধ কলগুলো।
সরেজমিনে দেখা গেছে, বাজিতপুর পৌরসভা এলাকায় ১৬টি, সরারচর ইউনিয়নে ৬, পিরিজপুর ইউনিয়নে ৪, হিলচিয়া ইউনিয়নে ৩টি করাতকল রয়েছে। এসব করাতকলের বেশির ভাগেরই অবস্থান ব্যস্ততম সড়কের পাশে ও বাজারে। সড়কের একাংশে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। ফলে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।
সরকারি নিয়ম অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ মিটারের মধ্যে করাতকল থাকার নিষেধাজ্ঞা থাকলেও অনেকে তা মানছেন না। সরারচর শিবনাথ উচ্চবিদ্যালয়ের মাঠ, সরারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনের অংশ দখল করে আছে করাতকলের গাছের গুঁড়িতে। দিনের পর দিন এভাবে চলে এলেও সেটি দেখার যেন কেউ নেই—এমন অভিযোগ সচেতন মহলের।
জানতে চাইলে করাতকলের মালিক তরিকুর রহিম তুফা বলেন, ‘আগে আমাদের লাইসেন্স ছিল। বাবা করাতকলটি ভাড়া দিলে তিনি আর নিবন্ধন নবায়ন করেননি। আমরা আবার চেষ্টা করছি নিবন্ধন করার। তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া কঠিন।’
বাজিতপুর উপজেলা বন কর্মকর্তা মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অবৈধ করাতকলগুলোর তালিকা করেছি। বাজিতপুর পৌরসভায় ১৬টির মধ্যে ৫টি লাইসেন্স আছে। ইউনিয়নে ১৩টির কোনো নিবন্ধন নেই। অবৈধ করাতকল বৈধ বিদ্যুৎ-সংযোগ পেতে পারে না। আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের চিঠি দিয়েছি বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার জন্য।’
পিডিবির নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ আলী বলেন, ‘তারা বৈধভাবেই বিদ্যুৎ-সংযোগ নিয়েছিল। সরকার নতুন নিয়ম করেছে, অবৈধ করাতকল বিদ্যুৎ-সংযোগ পাবে না। আমরা চিঠি পেয়েছি, আগামী মাসে ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন জানান, নিবন্ধনবিহীন করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। তাদের নিবন্ধন নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। নিবন্ধনবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫