সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) জায়গা দখল করে দোকান তুলে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এর মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান ছাড়া ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাও রয়েছেন।
দিকে জমি উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছে ইউনিয়ন পরিষদ। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত জায়গা উদ্ধারের আশা করছেন তাঁরা। বর্তমান ইউপি চেয়ারম্যান বলছেন, দখলদারেরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিনেও কোনো প্রতিকার পাচ্ছেন না। তবে সাবেক চেয়ারম্যানের দাবি, জায়গাটা তিনিসহ কয়েকজনের কেনা।
শায়েস্তা ইউপি সূত্রে জানা গেছে, আরএস খতিয়ান অনুযায়ী পরিষদের দক্ষিণ পাশের রাস্তায় গড়ে তোলা দোকানের জমির মালিক শায়েস্তা ইউপি।
ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার ক্ষমতায় থাকা অবস্থায় ওই জমিতে দোকান তোলা হয়। প্রথমে জায়গাটি পরিষদের পক্ষ থেকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হলেও, পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সাবেক চেয়ারম্যান ও তাঁর লোকজন দখলে নেন।
এ বিষয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম জায়গাটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে লিখিতভাবে জানিয়েছেন।
জানা গেছে, পরিষদের জায়গায় তোলা দোকানের ভাড়া নিচ্ছেন ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. তমিজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দবির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু সাঈদ (টিপু), ইউপি সাবেক সদস্য আব্দুল মান্নান ও ফজলুর হক সামীম।
সরেজমিনে দেখা গেছে, শায়েস্তা ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের রাস্তায় সারি দিয়ে তোলা হয়েছে সাতটি দোকান। দীর্ঘদিন ধরে দোকানগুলো ভাড়া নিয়ে বিমান টিকিট, মনিহারি, ইলেকট্রনিক, স্টুডিও এবং খাবারের হোটেল করেছেন কয়েকজন ব্যবসায়ী। জায়গাটি ইউনিয়ন পরিষদের হলেও, দোকান ভাড়া নিচ্ছেন স্থানীয় প্রভাবশালী ছয় ব্যক্তি।
ভাড়াটেদের একজন মোহাম্মদিয়া ট্রাভেলস সার্ভিসের কর্মচারী মো. রায়হান বলেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. তমিজ উদ্দিনের কাছ থেকে দোকানটি ভাড়া নেওয়া হয়েছে। প্রতি মাসে তাঁকে দোকান ভাড়া পরিশোধ করতে হয়।
খাবার হোটেলের মালিক মো. লীলচান বলেন, ‘শায়েস্তা ইউপির সাবেক সদস্য আব্দুল মান্নানের কাছ থেকে তিন শাটারে দোকান ভাড়া নিয়েছি। প্রতি মাসে তাঁকে দোকান ভাড়া দিয়ে আসছি।’
জানতে চাইলে ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার বলেন, ‘জায়গাটি ইউনিয়ন পরিষদের নয়। অদিতি রায় নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি আমরা কিনেছি। কেনা জমিতেই দোকানঘর তোলা হয়েছে। তবে ওই জমির পাশে ইউনিয়ন পরিষদের জায়গা রয়েছে।’
শায়েস্তা ইউপি সচিব মঞ্জুরুল ইসলাম ভূইয়া বলেন, ‘জায়গাটা ইউনিয়ন পরিষদের। প্রভাবশালীরা জোর করে দখলে রেখেছেন।’
ইউপির চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, ‘উপজেলা সার্ভেয়ার দিয়ে পরিষদের জায়গাটি মাপা হয়েছে। দোকানঘরগুলো পরিষদের জায়গায় পড়েছে। জায়গাটি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে; কিন্তু দখলদারেরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিনেও কোনো প্রতিকার পাচ্ছি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, ‘শায়েস্তা ইউনিয়ন পরিষদের জায়গাটির সীমানানির্ধারণ ও দাপ্তরিক বিষয় নিয়ে জটিলতা রয়েছে। এ বিষয়ে আমাদের কাজ চলছে। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শায়েস্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) জায়গা দখল করে দোকান তুলে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এর মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান ছাড়া ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাও রয়েছেন।
দিকে জমি উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছে ইউনিয়ন পরিষদ। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত জায়গা উদ্ধারের আশা করছেন তাঁরা। বর্তমান ইউপি চেয়ারম্যান বলছেন, দখলদারেরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিনেও কোনো প্রতিকার পাচ্ছেন না। তবে সাবেক চেয়ারম্যানের দাবি, জায়গাটা তিনিসহ কয়েকজনের কেনা।
শায়েস্তা ইউপি সূত্রে জানা গেছে, আরএস খতিয়ান অনুযায়ী পরিষদের দক্ষিণ পাশের রাস্তায় গড়ে তোলা দোকানের জমির মালিক শায়েস্তা ইউপি।
ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার ক্ষমতায় থাকা অবস্থায় ওই জমিতে দোকান তোলা হয়। প্রথমে জায়গাটি পরিষদের পক্ষ থেকে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হলেও, পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সাবেক চেয়ারম্যান ও তাঁর লোকজন দখলে নেন।
এ বিষয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম জায়গাটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে লিখিতভাবে জানিয়েছেন।
জানা গেছে, পরিষদের জায়গায় তোলা দোকানের ভাড়া নিচ্ছেন ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. তমিজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দবির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু সাঈদ (টিপু), ইউপি সাবেক সদস্য আব্দুল মান্নান ও ফজলুর হক সামীম।
সরেজমিনে দেখা গেছে, শায়েস্তা ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের রাস্তায় সারি দিয়ে তোলা হয়েছে সাতটি দোকান। দীর্ঘদিন ধরে দোকানগুলো ভাড়া নিয়ে বিমান টিকিট, মনিহারি, ইলেকট্রনিক, স্টুডিও এবং খাবারের হোটেল করেছেন কয়েকজন ব্যবসায়ী। জায়গাটি ইউনিয়ন পরিষদের হলেও, দোকান ভাড়া নিচ্ছেন স্থানীয় প্রভাবশালী ছয় ব্যক্তি।
ভাড়াটেদের একজন মোহাম্মদিয়া ট্রাভেলস সার্ভিসের কর্মচারী মো. রায়হান বলেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. তমিজ উদ্দিনের কাছ থেকে দোকানটি ভাড়া নেওয়া হয়েছে। প্রতি মাসে তাঁকে দোকান ভাড়া পরিশোধ করতে হয়।
খাবার হোটেলের মালিক মো. লীলচান বলেন, ‘শায়েস্তা ইউপির সাবেক সদস্য আব্দুল মান্নানের কাছ থেকে তিন শাটারে দোকান ভাড়া নিয়েছি। প্রতি মাসে তাঁকে দোকান ভাড়া দিয়ে আসছি।’
জানতে চাইলে ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার বলেন, ‘জায়গাটি ইউনিয়ন পরিষদের নয়। অদিতি রায় নামের এক ব্যক্তির কাছ থেকে জমিটি আমরা কিনেছি। কেনা জমিতেই দোকানঘর তোলা হয়েছে। তবে ওই জমির পাশে ইউনিয়ন পরিষদের জায়গা রয়েছে।’
শায়েস্তা ইউপি সচিব মঞ্জুরুল ইসলাম ভূইয়া বলেন, ‘জায়গাটা ইউনিয়ন পরিষদের। প্রভাবশালীরা জোর করে দখলে রেখেছেন।’
ইউপির চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, ‘উপজেলা সার্ভেয়ার দিয়ে পরিষদের জায়গাটি মাপা হয়েছে। দোকানঘরগুলো পরিষদের জায়গায় পড়েছে। জায়গাটি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে; কিন্তু দখলদারেরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিনেও কোনো প্রতিকার পাচ্ছি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, ‘শায়েস্তা ইউনিয়ন পরিষদের জায়গাটির সীমানানির্ধারণ ও দাপ্তরিক বিষয় নিয়ে জটিলতা রয়েছে। এ বিষয়ে আমাদের কাজ চলছে। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫