কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় জায়গা ছিল ৫০ শতাংশ। পরবর্তী সময়ে রাস্তা নির্মাণ, কবরস্থান, বাড়ির সীমানা নির্ধারণ করায় এখন জায়গা আছে ৩৫ শতাংশ। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর পরিমাপ আরও কম। এখন জায়গা আছে ১৮-২০ শতাংশ।
এলাকার পাঁচজন শিক্ষানুরাগীর দানকৃত ৫০ শতাংশ জমির ওপরে ১৯৪০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের সীমানা নির্ধারণী স্থানকে বাদ দিয়ে বিদ্যালয়ের জায়গার ভেতরের অংশেই নির্মাণ করা হয়েছে কংক্রিটের পিচ ঢালাই রাস্তা। একইভাবে বিদ্যালয়ের জায়গায় নির্মাণ করা হয়েছে একটি মসজিদ, যা জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে ২০১৬-১৭ সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। মসজিদের দক্ষিণে আছে কবরস্থান। বিদ্যালয়ের পূর্ব পাশে জায়গাও বেদখল হয়ে গেছে। পার্শ্ববর্তী বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের জমি পূর্ব সীমানা অতিক্রম করে প্রাচীরটি নির্মাণ করায় ওই ব্যক্তির বাড়ির ভেতরে বিদ্যালয়ের কিছু জমি দখলে চলে গেছে।
জানা গেছে, বিদ্যালয় ভবনের উত্তর পাশে যে জায়গা আছে, সেখানে শুধু বিদ্যালয়ের জায়গার ওপরে নির্মাণ করা হয়েছে রাস্তা। এমনকি রাস্তার উত্তর পাশেও আছে বিদ্যালয়ের জায়গা। অন্যদিকে, বিদ্যালয়ের জায়গায় নির্মাণ এবং পরবর্তীকালে পুনর্নির্মাণ করা হয়েছে একটি মসজিদ, যা পুনর্নির্মাণ করায় বিদ্যালয়ের জায়গা আরও সংকীর্ণ হয়ে আসে।
সড়াইল গ্রামের মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, মসজিদটি বিদ্যালয় প্রতিষ্ঠার অনেক পরে এবং কবরস্থানটি বিদ্যালয় প্রতিষ্ঠার শতাধিক বছরের পুরোনো।
কবরস্থানের জমিদাতা এক উত্তরসূরি সড়াইল গ্রামের কাজল হোসেন বলেন, তাঁর পূর্বসূরিদের বিদ্যালয়ের নামে দান করা জমি বাদে অবশিষ্ট জায়গায় কবরস্থান করা হয়েছে এবং এটি প্রায় দুই বছরের পুরোনো।
পূর্ব পাশে সীমানা অতিক্রম করে বিদ্যালয়ের জায়গা বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করে বিদ্যালয়ের কিছু জায়গা দখল করে নেওয়া হয়েছে। বিষয়টির ওপর প্রধান শিক্ষকের মন্তব্য চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই প্রসঙ্গে জানতে চাইলে সড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, এই দখলকারীর মালিক বর্তমানে নকশা সংশোধনের জন্য আদালতে মামলা করেছেন।
জানা গেছে, সার্ভেয়ার দিয়ে পরিমাপের পর বিদ্যালয়ের ব্যবহার্য জায়গার পরিমাণ এখন ৩৫ শতাংশ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভীন আজকের পত্রিকাকে বলেন, এই বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে অবহিত আছেন এবং প্রধান শিক্ষককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় জায়গা ছিল ৫০ শতাংশ। পরবর্তী সময়ে রাস্তা নির্মাণ, কবরস্থান, বাড়ির সীমানা নির্ধারণ করায় এখন জায়গা আছে ৩৫ শতাংশ। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর পরিমাপ আরও কম। এখন জায়গা আছে ১৮-২০ শতাংশ।
এলাকার পাঁচজন শিক্ষানুরাগীর দানকৃত ৫০ শতাংশ জমির ওপরে ১৯৪০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের সীমানা নির্ধারণী স্থানকে বাদ দিয়ে বিদ্যালয়ের জায়গার ভেতরের অংশেই নির্মাণ করা হয়েছে কংক্রিটের পিচ ঢালাই রাস্তা। একইভাবে বিদ্যালয়ের জায়গায় নির্মাণ করা হয়েছে একটি মসজিদ, যা জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে ২০১৬-১৭ সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। মসজিদের দক্ষিণে আছে কবরস্থান। বিদ্যালয়ের পূর্ব পাশে জায়গাও বেদখল হয়ে গেছে। পার্শ্ববর্তী বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের জমি পূর্ব সীমানা অতিক্রম করে প্রাচীরটি নির্মাণ করায় ওই ব্যক্তির বাড়ির ভেতরে বিদ্যালয়ের কিছু জমি দখলে চলে গেছে।
জানা গেছে, বিদ্যালয় ভবনের উত্তর পাশে যে জায়গা আছে, সেখানে শুধু বিদ্যালয়ের জায়গার ওপরে নির্মাণ করা হয়েছে রাস্তা। এমনকি রাস্তার উত্তর পাশেও আছে বিদ্যালয়ের জায়গা। অন্যদিকে, বিদ্যালয়ের জায়গায় নির্মাণ এবং পরবর্তীকালে পুনর্নির্মাণ করা হয়েছে একটি মসজিদ, যা পুনর্নির্মাণ করায় বিদ্যালয়ের জায়গা আরও সংকীর্ণ হয়ে আসে।
সড়াইল গ্রামের মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, মসজিদটি বিদ্যালয় প্রতিষ্ঠার অনেক পরে এবং কবরস্থানটি বিদ্যালয় প্রতিষ্ঠার শতাধিক বছরের পুরোনো।
কবরস্থানের জমিদাতা এক উত্তরসূরি সড়াইল গ্রামের কাজল হোসেন বলেন, তাঁর পূর্বসূরিদের বিদ্যালয়ের নামে দান করা জমি বাদে অবশিষ্ট জায়গায় কবরস্থান করা হয়েছে এবং এটি প্রায় দুই বছরের পুরোনো।
পূর্ব পাশে সীমানা অতিক্রম করে বিদ্যালয়ের জায়গা বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করে বিদ্যালয়ের কিছু জায়গা দখল করে নেওয়া হয়েছে। বিষয়টির ওপর প্রধান শিক্ষকের মন্তব্য চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই প্রসঙ্গে জানতে চাইলে সড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, এই দখলকারীর মালিক বর্তমানে নকশা সংশোধনের জন্য আদালতে মামলা করেছেন।
জানা গেছে, সার্ভেয়ার দিয়ে পরিমাপের পর বিদ্যালয়ের ব্যবহার্য জায়গার পরিমাণ এখন ৩৫ শতাংশ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা পারভীন আজকের পত্রিকাকে বলেন, এই বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে অবহিত আছেন এবং প্রধান শিক্ষককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৬ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫