যশোর প্রতিনিধি
যশোরে শিশু সানজিদা জান্নাত মিষ্টি (৪) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রতিবেশী আঞ্জুয়ারা বেগম (৪০)। গত রোববার আদালতে দেওয়া এ জবানবন্দির সূত্র ধরে পুলিশ লাশ গুমে সহযোগিতার অভিযোগে প্রতিবেশী আরেক দম্পতিকে আটক করেছে।
আটক দুজন হলেন যশোর সদরের আরবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বি-পতেঙ্গালী গ্রামের আব্দুল মালেক গাজী (৬৫) ও তাঁর স্ত্রী খাদিজা বেগম (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি রূপন কুমার সরকার। এর আগে সানজিদা জান্নাত মিষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা সোহেল রানা কোতোয়ালি থানায় মামলা করেন।
ডিবির ওসি রূপন কুমার সরকার জানান, মিষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় আটক আঞ্জুয়ারা খাতুনকে রোববার আদালতে সোপর্দ করা হয়। এ সময় তিনি পূর্ব আক্রোশে সানজিদা জান্নাত মিষ্টিকে খুন করেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম জবানবন্দি শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, আঞ্জুয়ারার অপূর্ব হাসান নামে সাত বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী একটি ছেলে আছে। মাঝেমধ্যে খেলাধুলা করার সময় মিষ্টির সঙ্গে অপূর্ব হাসানের মারামারি হয়। মাঝেমধ্যে মিষ্টি তাকে পাগল বলত। এ কারণে আঞ্জুয়ারা ও তাঁর স্বামী রেজা মিষ্টির ওপর ক্ষুব্ধ ছিলেন।
এরই সূত্র ধরে শনিবার দুপুরে আপেল খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে মিষ্টিকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। এ ঘটনায় শনিবার রাত ১১টার দিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করলে আঞ্জুয়ারা পুলিশের কাছে মিষ্টিকে হত্যার কথা স্বীকার করেন। পরে মিষ্টির লাশ আঞ্জুয়ারার চালের ড্রাম থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় রোববার নিহত মিষ্টির বাবার করা মামলায় আঞ্জুয়ারাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, সানজিদা জান্নাত মিষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আঞ্জুয়ারা দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁর জবানবন্দি অনুযায়ী আরও দুজনকে আটক করা হয়েছে।
যশোরে শিশু সানজিদা জান্নাত মিষ্টি (৪) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রতিবেশী আঞ্জুয়ারা বেগম (৪০)। গত রোববার আদালতে দেওয়া এ জবানবন্দির সূত্র ধরে পুলিশ লাশ গুমে সহযোগিতার অভিযোগে প্রতিবেশী আরেক দম্পতিকে আটক করেছে।
আটক দুজন হলেন যশোর সদরের আরবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বি-পতেঙ্গালী গ্রামের আব্দুল মালেক গাজী (৬৫) ও তাঁর স্ত্রী খাদিজা বেগম (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি রূপন কুমার সরকার। এর আগে সানজিদা জান্নাত মিষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বাবা সোহেল রানা কোতোয়ালি থানায় মামলা করেন।
ডিবির ওসি রূপন কুমার সরকার জানান, মিষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় আটক আঞ্জুয়ারা খাতুনকে রোববার আদালতে সোপর্দ করা হয়। এ সময় তিনি পূর্ব আক্রোশে সানজিদা জান্নাত মিষ্টিকে খুন করেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম জবানবন্দি শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, আঞ্জুয়ারার অপূর্ব হাসান নামে সাত বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী একটি ছেলে আছে। মাঝেমধ্যে খেলাধুলা করার সময় মিষ্টির সঙ্গে অপূর্ব হাসানের মারামারি হয়। মাঝেমধ্যে মিষ্টি তাকে পাগল বলত। এ কারণে আঞ্জুয়ারা ও তাঁর স্বামী রেজা মিষ্টির ওপর ক্ষুব্ধ ছিলেন।
এরই সূত্র ধরে শনিবার দুপুরে আপেল খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে মিষ্টিকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। এ ঘটনায় শনিবার রাত ১১টার দিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করলে আঞ্জুয়ারা পুলিশের কাছে মিষ্টিকে হত্যার কথা স্বীকার করেন। পরে মিষ্টির লাশ আঞ্জুয়ারার চালের ড্রাম থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় রোববার নিহত মিষ্টির বাবার করা মামলায় আঞ্জুয়ারাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, সানজিদা জান্নাত মিষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আঞ্জুয়ারা দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁর জবানবন্দি অনুযায়ী আরও দুজনকে আটক করা হয়েছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫