Ajker Patrika

পুঁজিবাজারেও ঈদের বন্ধ ১০ দিন, আগে দুই শনিবার খোলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২৫, ১৭: ৩৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদের আগে দুই শনিবার ১৭ ও ২৪ মে দেশের পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন হবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পাশাপাশি সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ঈদুল আজহায় টানা ১০ দিন পুঁজিবাজার বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ডিএসই।

সংস্থাটি জানিয়েছে, শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও ঈদের দীর্ঘ ছুটি বিবেচনা করে ঈদের আগে দুই শনিবার পূর্ণাঙ্গ লেনদেন চলবে।

সরকার জুনের ১১ এবং ১২ তারিখ ছুটি ঘোষণা করায় এবং পরের দুই দিন ১৩ এবং ১৪ জুন শুক্র-শনিবার থাকায় ৫ জুন থেকে টানা ১৪ জুন অবধি ১০ দিন দেশের শেয়ারবাজারের সব লেনদেন বন্ধ থাকার কথা জানিয়েছে ডিএসই।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের (ডিওএস) এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, পুঁজিবাজারের পাশাপাশি ১৭ ও ২৪ মে দুই শনিবার দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।

পুঁজিবাজারের মতো ১১ জুন এবং ১২ জুন সরকারি ঘোষণা অনুযায়ী ব্যাংক বন্ধ থাকলেও সমুদ্র, স্থল বা বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের দিন ব্যতীত সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত