নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের দুই স্টক এক্সচেঞ্জের সব স্বতন্ত্র পরিচালককে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছে। বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে বিএসইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘একজন নির্বাহী পরিচালকের মাধ্যমে ভদ্রভাবে বলা হয়েছে। আমরা তাঁদের পদত্যাগের অপেক্ষায় আছি। তা না হলে কমিশন বিষয়টি দেখবে।’ পরিচালকদের পদত্যাগপত্র পাওয়ার পর বিএসইসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
গত রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ড থেকে পদত্যাগ করেন। তবে অন্য স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেননি।
এর আগে গত ১২ আগস্ট ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করে পুঁজিবাজারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)। সেখানে ডিএসইর চেয়ারম্যান ও অন্য স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগসহ ৩০ দফা দাবি তুলে ধরেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিষয়ে প্রথমে কথা না তুললেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসইর পরিচালকদেরও পদত্যাগ দাবি করেন ডিবিএ সভাপতি।
এরপর শুধু ডিএসই থেকে চেয়ারম্যান পদত্যাগ করেছেন। কিন্তু সিএসইর চেয়ারম্যানসহ দুই স্টক এক্সচেঞ্জের সব স্বতন্ত্র পরিচালক স্বপদে রয়েছেন।
এদিকে ডিএসইর পরিচালনা পর্ষদে থেকে অভ্যন্তরীণ তথ্য জেনে পুঁজিবাজারে অনৈতিকভাবে লেনদেনের অভিযোগ রয়েছে স্বতন্ত্র পরিচালক আবদুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে। তাঁর শেয়ার লেনদেনও খতিয়ে দেখতে এদিন একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিএসইসি। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
যদিও এর আগে ডিএসই থেকেও তদন্ত করা হয়েছিল। তবে সেই তদন্তে তাঁর কোনো অপরাধ পাওয়া যায়নি। ফলে সেই তদন্ত নিয়েও রয়েছে বিতর্ক। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুনরায় তদন্তের নির্দেশ এল।
ডিএসইর চেয়ারম্যান পদত্যাগ করায় পরিচালনা পর্ষদে এখন স্বতন্ত্র পরিচালক আছেন ছয়জন। তাঁরা হলেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা, সাবেক ব্যাংকার শাহেদুল ইসলাম ও মানবাধিকার কমিশনের সদস্য কাউসার আহমেদ।
এ ছাড়া সিএসইতেও স্বতন্ত্র পরিচালক রয়েছেন মোট সাতজন। এ তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে থাকা ব্যবসায়ী আসিফ ইব্রাহীম, সাবেক ব্যাংকার আবদুল হালিম চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ কাশিফ রেজা চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ইশতার মহল, সংগীতশিল্পী ও করপোরেট ব্যক্তিত্ব নকিব খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক রেজওয়ানুল হক খান।
দেশের দুই স্টক এক্সচেঞ্জের সব স্বতন্ত্র পরিচালককে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মৌখিকভাবে এই নির্দেশ দিয়েছে। বিএসইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে বিএসইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘একজন নির্বাহী পরিচালকের মাধ্যমে ভদ্রভাবে বলা হয়েছে। আমরা তাঁদের পদত্যাগের অপেক্ষায় আছি। তা না হলে কমিশন বিষয়টি দেখবে।’ পরিচালকদের পদত্যাগপত্র পাওয়ার পর বিএসইসি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
গত রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ড থেকে পদত্যাগ করেন। তবে অন্য স্বতন্ত্র পরিচালকেরা পদত্যাগ করেননি।
এর আগে গত ১২ আগস্ট ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করে পুঁজিবাজারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)। সেখানে ডিএসইর চেয়ারম্যান ও অন্য স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগসহ ৩০ দফা দাবি তুলে ধরেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিষয়ে প্রথমে কথা না তুললেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসইর পরিচালকদেরও পদত্যাগ দাবি করেন ডিবিএ সভাপতি।
এরপর শুধু ডিএসই থেকে চেয়ারম্যান পদত্যাগ করেছেন। কিন্তু সিএসইর চেয়ারম্যানসহ দুই স্টক এক্সচেঞ্জের সব স্বতন্ত্র পরিচালক স্বপদে রয়েছেন।
এদিকে ডিএসইর পরিচালনা পর্ষদে থেকে অভ্যন্তরীণ তথ্য জেনে পুঁজিবাজারে অনৈতিকভাবে লেনদেনের অভিযোগ রয়েছে স্বতন্ত্র পরিচালক আবদুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে। তাঁর শেয়ার লেনদেনও খতিয়ে দেখতে এদিন একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিএসইসি। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
যদিও এর আগে ডিএসই থেকেও তদন্ত করা হয়েছিল। তবে সেই তদন্তে তাঁর কোনো অপরাধ পাওয়া যায়নি। ফলে সেই তদন্ত নিয়েও রয়েছে বিতর্ক। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুনরায় তদন্তের নির্দেশ এল।
ডিএসইর চেয়ারম্যান পদত্যাগ করায় পরিচালনা পর্ষদে এখন স্বতন্ত্র পরিচালক আছেন ছয়জন। তাঁরা হলেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা, সাবেক ব্যাংকার শাহেদুল ইসলাম ও মানবাধিকার কমিশনের সদস্য কাউসার আহমেদ।
এ ছাড়া সিএসইতেও স্বতন্ত্র পরিচালক রয়েছেন মোট সাতজন। এ তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে থাকা ব্যবসায়ী আসিফ ইব্রাহীম, সাবেক ব্যাংকার আবদুল হালিম চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ কাশিফ রেজা চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ইশতার মহল, সংগীতশিল্পী ও করপোরেট ব্যক্তিত্ব নকিব খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক রেজওয়ানুল হক খান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের বলি হলো বোয়িং! চীনের একটি এয়ারলাইনসের জন্য তৈরি একটি বোয়িং জেট বিমান আজ রোববার যুক্তরাষ্ট্রে কোম্পানির উৎপাদন কেন্দ্রে ফেরত এসেছে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরেই এমন ঘটনা ঘটল।
১ ঘণ্টা আগেদেশে গ্যাসের আমদানিনির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে এর উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ রোববার অনুষ্ঠেয় ৯ম জাতীয় পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দুটি বড় প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে।
৪ ঘণ্টা আগেভারতের মধ্য দিয়ে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ায় শুধু তৈরি পোশাক খাত নয়, সংকটে পড়তে যাচ্ছে দেশের কৃষিভিত্তিক রপ্তানি খাতও। বিশেষ করে ফল, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য রপ্তানিকারকেরা আশঙ্কা করছেন, তৈরি পোশাক এখন বিমানে রপ্তানি হওয়ায় কার্গো বিমানে চাপ অনেক বাড়বে।
৪ ঘণ্টা আগেপ্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অর্থ ব্যবহারে সিকিউরিটিজ আইন ভেঙেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ ছাড়া কোম্পানির কার্যক্রম, মুনাফা ও লভ্যাংশ বিতরণ নিয়েও প্রশ্ন রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।
৪ ঘণ্টা আগে